টয় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টয়ট্রেনের ধাক্কায় পাহাড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার তিনধারিয়ায় দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দেহটি উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম খড়কা বাহাদুর তামাং। তিনধারিয়া চা বাগানের বাসিন্দা তিনি। সোমবার সকালে তিনধারিয়ার ২০ মাইলের কাছে টয় ট্রেনের লাইন ধরে হাঁটছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। কোনও কারণে ট্রেনের বাঁশি শুনতে পাননি তিনি। তখনই ট্রেনটি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়ং থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা।

দার্জিলিং পাহাড়ের ঐতিহ্য টয় ট্রেনের লাইন প্রায় গোটা পথেই রাস্তার পাশ দিয়ে গিয়েছে। ছোট ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা পাহাড়ে বিরল। বিপদ এড়াতে টয়ট্রেনের গতিসীমাও খুব কম।