Mumbai rape case: নাবালিকাকে বাড়িতে আটকে দিনের পর দিন ধর্ষণ, গ্রেফতার মামা-সহ ২

নাবালিকাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ৫০ বছর বয়সি এক ব্যক্তি এবং তার দুই ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তবে একজন নাবালক হওয়ায় তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার মামা। নাবালিকা তার বাড়িতে বেড়াতে যাওয়ার পরেই তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। গত শনিবার অভিযুক্ত মামা এবং তার ১৯ বছরের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নাবালিকার বাবা-মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে মুম্বইয়ের শহরতলিতে থাকে। প্রায়ই শহরে তার মামার বাড়িতে যেত ওই নাবালিকা। একজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে ওই নাবালিকা তাদের বাড়িতে যাওয়ার পর বাবা ও দুই ছেলে মিলে তাকে আটকে রাখে। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করে। তারপরেই বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এভাবেই হুমকি দিয়ে দিনের পর দিন নির্যাতন চলত নাবালিকার ওপর।

পুলিশ জানিয়েছে, কয়েক মাস ধরে নাবালিকার ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছিল।পরে কোনওভাবে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মেয়েটি তার এক কাকার কাছে সমস্ত কিছু খুলে বলে। পরে মেয়েটির কাকা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করে মুম্বই সিটি পুলিশ। এরপর ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করে তাদের গ্রেফতার করে।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির গণধর্ষণ, হুমকি এবং পকসো আইনে মামলা রুজু হয়। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বিহারের কাইমুর জেলায় একটি নাবালিকাকে তার ছোট বোনের সামনে ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি তার ছোটবোনের সঙ্গে প্রকৃতির ডাকে একটি নির্জন জায়গায় গিয়েছিল। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup