দিল্লি- জয়পুর এক্সপ্রেসওয়ের সূচনা করলেন মোদী, একেবারে মাখন রাস্তা, স্পিডটা জানুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার প্রথম পর্যায়ে ২২৯ কিমি দীর্ঘ দিল্লি থেকে জয়পুরগামী রাস্তার উদ্বোধন করলেন। ১৩৮৬ কিমি দীর্ঘ দিল্লি থেকে মুম্বই মেগা এক্সপ্রেসওয়ের এটি অংশ বিশেষ। এই রাস্তার কাজ শেষ হলে এই রুটে যাত্রা করলে রাজধানী থেকে জয়পুর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৩.৫ ঘণ্টা। দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের মাধ্যমে মাত্র ১২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। দুটি শহর এবার এই রাস্তার মাধ্যমে আরও কাছাকাছি আসবে। তবে আগামী ২০২৪ সালের মধ্য়ে পুরো রাস্তার কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। এই রাস্তায় যেতে চান আগামী দিনে? জেনে নিন কতটা স্পিড তুলতে পারবেন এই রাস্তায়, টোল চার্জ কত লাগবে?

দিল্লি-জয়পুর রাস্তাটি হরিয়ানার সোনহা থেকে শুরু হচ্ছে। এরপর রাজস্থানের লালসট পর্যন্ত যাবে। সব মিলিয়ে ১২,১৫০ কোটি টাকায় তৈরি হচ্ছে এই রাস্তা। মোটামুটিভাবে এই রাস্তায় সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায় গাড়ির স্পিড তোলা যাবে। এই আট লেনের এক্সপ্রেসওয়েতে টোল চার্জ করা হয়েছে ৩৯০ টাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এটা ঠিক করেছে।

গোটা প্রকল্পটির জন্য মোট খরচ ধরা হয়েছে ৯৮০০০ কোটি টাকা। ৬টি রাজ্য়ের মধ্যে দিয়ে এই রাস্তাটি যাবে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রের মধ্যে দিয়ে যাবে এই রাস্তা। এই রাস্তা তৈরি হলে ৯৩টি পিএম গতিশক্তি অর্থনৈতিক জোন, ১৩টি বন্দর, ৮টি প্রধান বন্দর, ৮টি মাল্টি মডাল লজিস্টিক পার্কের সঙ্গে সংযোগ করবে।এমনকী বলা হচ্ছে এই সড়কপথ পুরোপুরি তৈরি হলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল উন্নতি হবে।

সব মিলিয়ে সড়ক পথে মিশে যাচ্ছে দেশের একাধিক মেগাসিটি। এক নতুন স্বপ্নের জন্ম দিলেন মোদী। দেশের একাধিক অর্থনৈতিক জোনকেও সংযুক্ত করছে এই রাস্তা। এবার দিল্লি থেকে মুম্বই কিংবা দিল্লি থেকে জয়পুর পর্যন্ত সড়কপথে যাতায়াত করার প্রতি আগ্রহ দেখাতে পারেন অনেকে। রাস্তাকে কেন্দ্র করে সড়কপথে ব্যাপক উন্নয়ন হতে পারে বলেও মনে করছেন অনেকে। এই রাস্তায় গাড়ির স্পিড হতে পারে প্রায় ১২০ কিমি প্রতি ঘণ্টা। এতটাই মসৃন হচ্ছে এই রাস্তা।