রিটার্ন টিকিট নেই, আফগানিস্তানে যাওয়ার ছক, NIA’র জালে ইঞ্জিনিয়ার, জঙ্গি যোগ…

অরুণ দেব

আল কায়দায় যোগ দেওয়ার ছক কষছিলেন এক যুবক। এনিয়ে ইরানিয়ান দূতাবাসের কাছে তিনি আবেদন করেছিলেন। আসলে তিনি আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি বেঙ্গালুরুতে থাকেন। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। এদিকে তার এভাবে ভিসার আবেদনকে ঘিরে সন্দেহ দানা বেঁধেছিল ইরানের দূতাবাসের অন্দরে। এরপর সেই খবর আসে এনআইএর কাছেও। তারপরই ওই ইঞ্জিনিয়ারকে আটক করে এনআইএ। তার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে বলেই সন্দেহ করা হচছে। তার জেরেই গ্রেফতার করা হয় তাকে।

এনআইএ এনিয়ে গ্রেফতার হওয়া দুজনের নাম প্রকাশ করেছে। একজন বেঙ্গালুরুর বাসিন্দা। অপরজন মুম্বইয়ের থানের বাসিন্দা। ভারতীয় উপমহাদেশে আল কায়দার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। এদিকে ওই দুজন আফগানিস্তানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। বিদেশি এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগও গড়ে উঠেছিল। সেজন্য়ই তারা একপিঠের ভিসার আবেদন করেছিলেন। তবে তার আগে পর্দাফাঁস করল এনআইএ।

সেই ধৃত দুজনের নাম মহম্মদ আরিফ। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। অপরজন থানের বাসিন্দা ওয়ারশিদ শেখ। আরিফ আপাতত বেঙ্গালুরুতেই থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তানও রয়েছে।

কর্নাটক পুলিশের এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন,  গোটা পরিবারের নাম করে আরিফ ভিসার জন্য় ইরানের দূতাবাসে আবেদন করেছিলেন। কিন্তু তিনি কেবলমাত্র একদিকের টিকিট দেখিয়েছিলেন। আর এতেই সন্দেহ দানা বাঁধে। এদিকে এরপরই ইরান থেকে সতর্ক করে খবর পাঠানো হয় ভারতে। কারণ অনেক সময় ইরান হয়েই আফগানিস্তানে চলে যায় অনেকে। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে নানা ধরনের ভিডিয়ো দেখে আরিফ জঙ্গি দলের প্রতি আকৃষ্ট হন। এরপরই তিনি গোটা পরিবার নিয়ে আফগানিস্তান চলে যাওয়ার পরিকল্পনা নেন।

কিন্তু তার কাছে কোনও রিটার্ট টিকিট ছিল না। আসলে তিনি স্থায়ীভাবে থাকতে চেয়েছিলেন আফগানিস্তানে। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন তিনি। এনআইএ বিবৃতিতে জানিয়েছে ওই দুই যুবকের সঙ্গে বিদেশি এজেন্টদের যোগাযোগ ছিল। শনিবার তাদের তুলে এনে প্রথমে জেরা করা হয়। তবে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। তারপরই রবিবার তাদের গ্রেফতার করা হয়। ভারতের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখেই তারা আফগানিস্তানে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ধরা পড়ে গেলেন তারা। হিংসা ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে।