শুভেন্দুর সভায় যাওয়ায় বিজেপি নেতা ও তাঁর দাদাকে মার তৃণমূলি পঞ্চায়েত প্রধানের

শুভেন্দু অধিকারীর সভায় যোগদান করায় বিজেপি নেতা ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে বীরভূমের ময়ূরেশ্বরের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পালটা বিজেপি উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের ওড়লা গ্রামের বিজেপি সহ সভাপতি কিরণ বিত্তারের অভিযোগ, রবিবার শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিলেন তিনি ও তাঁর দাদা। সভা থেকে ফেরার পর সন্ধ্যায় তাঁদের রাস্তা ফেলে মারধর করেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য দিলীপ বিত্তার ও তাঁর সঙ্গীরা। ব্যাপক কিল – ঘুসি মারা হয় বলে অভিযোগ। হামলায় আহত কিরণবাবু ও তাঁর দাদাকে মল্লারপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিজেপি নেতা শ্যামল মুখোপাধ্যায় অভিযোগ করেন, আমাদের কর্মীরা শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিলেন। সভা থেকে ফেরার পর তাঁদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। মত্ত অবস্থায় তাঁদের মারধর করা হয়েছে। আমরা প্রশাসনিক পদক্ষেপ দাবি করছি।

পালটা তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এরকম ঘটনা ঘটে থাকলে পুলিশকে পদক্ষেপ করতে বলব। মারধর তৃণমূল সমর্থন করে না। তবে বিজেপি নেতারা যে রকম প্ররোচনা দিচ্ছেন তাতে আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে।