Adhir Ranjan Chowdhury: সাগরদিঘি উপনির্বাচন নিয়ে অভিযোগ চরমে, নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

সাগরদিঘি উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা বলে তাঁর অভিযোগ। যদিও এই আক্রান্ত হওয়ার অভিযোগ জানানো যাচ্ছে না জেলার নির্বাচনী আধিকারিক তথা মুর্শিদাবাদ জেলার জেলাশাসককে। এমনকী তিনি ফোন পর্যন্ত ধরছেন না বলে অভিযোগ তুলে চিঠিতে লেখা হয়েছে।

এদিন সরাসরি এমন সব বিস্ফোরক অভিযোগ তুললেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এই অভিযোগ তিনি জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে। সাগরদিঘি উপনির্বাচনে যাতে কংগ্রেস কর্মীরা প্রচার করতে পারেন এবং জেলাশাসক নির্বাচনী বিধি মেনে যাতে কাজ করেন সেটা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই চিঠিতে সাগরদিঘি থানার অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন তিনি।

ঠিক কী লিখেছেন চিঠিতে?‌ বিস্তর অভিযোগ তুলে চিঠি লিখেছেন অধীর চৌধুরী। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠিতে তিনি লিখেছেন, ‘‌মুর্শিদাবাদের জেলাশাসকের অনিয়মিত এবং অসহযোগ আচরণ আপনার নজরে আনতে চাইছি। আমার অফিস থেকে তাঁর অফিসিয়াল মোবাইলে ফোন করলেও ধরছেন না। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং বহরমপুরের সাংসদ হিসাবে আমি জেলাশাসকের কাছে প্রচারে বেরনো কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগ জানাতে চাই।’‌

আর কী লিখেছেন কংগ্রেস সাংসদ?‌ এখানেই থেমে থাকেননি তিনি। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া সেই চিঠি অধীর লিখেছেন, ‘‌সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি। মুর্শিদাবাদের জেলাশাসক সেই নির্বাচনের অফিসার ইনচার্জ। তাই নির্বাচন নিয়ে তিনি আমার সঙ্গে কথা বলতে বাধ্য। কিন্তু তিনি নিজের দায়িত্ব পালন করছেন না। তাই আমি নিজে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তাও করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানাচ্ছি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup