Governor Meets Dhankhar: ধনখড়ের কাছে হলুদ গোলাপ নিয়ে রাজ্যপাল, কী কথা হল?

একজন প্রাক্তন। অপরজন বর্তমান। একজনের নাম জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি। অপরজন বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোস। আর সেই বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দিল্লিতে দেখা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের সচিব পদ নিয়ে জটিলতা যখন তুঙ্গে। তখনই ধনখড়- আনন্দ বোস সাক্ষাৎকার যেন নতুন করে জল্পনা ছড়াল বাংলার রাজনীতির অন্দরে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জগদীপ ধনখড়ের সঙ্গে যে শব্দবন্ধটি বার বার উচ্চারিত হয়েছে বাংলায়, তা হল, রাজ্য-রাজ্যপাল সংঘাত। তিনি বাংলায় ক্ষমতায় থাকাকালীন বার বার মমতার সরকারকে কড়া ভাষায় বিঁধতেন। তবে আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পর যেন এক মধুর পরিবেশ তৈরি হয়েছিল রাজ্য-রাজ্য়পালের মধ্য়ে। তবে কি এবার সেই মধুচন্দ্রিমার শেষ হওয়ার পালা?

রবিবার গভীর রাতে দিল্লিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর বঙ্গভবনে ওঠেন তিনি। আর তারপর সোমবার হলুদ গোলাপ নিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। তবে দুজনের মধ্য়ে ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। তবে প্রাক্তন রাজ্যপাল তাঁর অতীতের অভিজ্ঞতা কি শেয়ার করলেন বর্তমানের সঙ্গে? সেই প্রসঙ্গেও তুমুল চর্চা চলছে।

এদিকে বিগত দিনে জগদীপ ধনখড়তে পদ্মপাল বলে প্রকাশ্যে কটাক্ষ করতেন তৃণমূলের ছোট মেজো নানা স্তরের নেতৃত্ব। পালটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুলতেন রাজ্যপাল। দুপক্ষের সংঘাত যেন কার্যত রেওয়াজ হয়ে গিয়েছিল। তবে আনন্দ বোস রাজ্য়পাল হওয়ার পর থেকেই হাওয়া ঘুরতে থাকে।

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা শুরু করেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। এমনকী অতীতের একাধিক বিখ্য়াত মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনাও টানতেন তিনি। এসব শুনে কার্যত হতাশই হচ্ছিল বঙ্গ বিজেপি।

তারপরই সম্প্রতি রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছুক্ষণ কথাও হয় তাঁদের মধ্য়ে। তারপর রাজ্যপালই দেখা করলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। এবার কি আর সেই রাজ্য -রাজ্যপাল মধুর সম্পর্ক থাকবে? আর কি তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে আগের মতো প্রশংসা করবেন?

নয়া জল্পনা ছড়াচ্ছে বাংলার আকাশে। তবে কি ফের ধনখড় জমানা আসন্ন? বলা ভালো সেই সংঘাতের জমানা কি আসন্ন বাংলায়?