WPL 2023: Smriti Mandhana Reaction After Joining RCB For 3.40 Crore Know Details

মুম্বই: মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নিল তাঁকে। স্মৃতির দর উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার মহিলাদের আইপিএলে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দলে নিয়েছে মুম্বই। ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে। 

 

ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমিমা রজরিগেজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিল তাঁকে। শেফালি ভার্মাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্য়াশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিসা পেরিকে দলে নিয়েছে আরসিবি। সোফি একেলস্টোনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় ইউ ওয়ারয়র্স দলে নিয়েছে। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি ১০ লক্ষ টাকায় দিল্লি দলে নিল ম্যাগ লেনিংকে। দিল্লি ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকেও দলে নিয়েছে। গুজরাত জায়ান্ট ২ কোটি টাকায় দলে নিল বেথ মুনিকে। তাহিলা ম্যাকগ্রাকে ইউপি ওয়ারিয়র্স দলে নিল ১ কোটি ৪০ লক্ষ টাকায়। ভারতের দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে রেনুকা সিংহকে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে পূজা ভাস্ত্রাকারকে। 

বাংলার প্লেয়ারদের মধ্যে রিচা ঘোষ সবচেয়ে বেশি দাম পেয়েছে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে শিলিগুড়ির এই উইকেট কিপার ব্য়াটারকে। অন্যদিকে চুঁচুড়ার তিতাস সাধু রয়েছেন, যিনি অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য, তাঁকে ২৫ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিয়েছে। 

উল্লেখযোগ্য প্লেয়ারদের মধ্যে হিলি ম্যাথিউজ, হেদার নাইট যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভাল পারফর্ম করেও নিলামে কোনও দল তাঁদের নিতে আগ্রহ দেখায়নি।