ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ | BD24Live.com

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাসলা পিয়ালা বুড়ীরহাটে হাজীপাড়া খাতুনে জান্নাত শামসুন্নাহার আল-কারীম মহিলা (বালিকা) মাদ্রাসায় এসময় কম্বল বিতরন করা হয়।এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতার রাজনীতি করে না। তলাবিহীন দেশ পেয়ে তিনি বাংলাদেশ কে মধ্য আয়ের দেশের পরিণত করেছেন। দেশের একটি মানুষও জাতে শীতবস্ত্রহীন না থাকে এজন্য তিনি দলের সকল নেতাকর্মীকে সজাক থাকতে বলেছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, জননেত্রী শেষ হাসিনার নির্দেশে আমরা সব সময় কাজ করে থাকি। আপনারা যানেন সামনেই আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে একটি মহল নোংড়া রাজনীতি শুরু করেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকেই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদ সদস্য বিভাষ বালা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম বক্তব্য রাখেন।

এছাড়াও শীতবস্ত্র বিতরনে, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহমুদুর রশিদ মাহামুদ, সদস্য আবু হাসনাত মশিউর রহমান রুমন, রবিউল আওয়াল সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ