নন্দিনীকে অপসারণ নিয়ে রাজ্য় – রাজ্যপাল সংঘাতের আবহ

রাজভবনের তরফে তাঁকে অব্যাহতি দেওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে চললেও সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে কোনও অবস্থান জানাল না রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীকে সরাতে আপত্তি রয়েছে তাদের। যার ফলে এখনো পর্যন্ত তাঁর জায়গায় কোনও নাম ঘোষণা করা হয়নি।

সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বিজেপির অভিযোগ ছিল, রাজভবনের সচিব নন্দিনী চক্রবর্তীর মাধ্যমে রাজ্যপালকে পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে রাজ্য – রাজ্যপাল সম্পর্কের নতুন অধ্যায় রচনা করে রাজভবনে অনুষ্ঠিত হয় রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান। সেখানে বাংলা শেখার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নন্দিনী চক্রবর্তী। সেই অনুষ্ঠানে লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল। সংক্ষিপ্ত ভাষণ শেষে জয় বাংলা স্লোগান শোনা যায় রাজ্যপালের মুখে। এর পরই রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিজেপি।

রবিবার সন্ধ্যায় রাজভবনের তরফে জানানো হয়, নন্দিনীদেবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যপালের ইচ্ছাতেই এই পদক্ষেপ করা হয়েছে জানানো হয়েছে রাজভবনের তরফে। সূত্রের খবর, এব্যাপারে নবান্নের সঙ্গে কোনও পরামর্শ করেননি রাজ্যপাল। নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতির পর ২৪ ঘণ্টা কাটতে চললেও নবান্নের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় রাজ্য – রাজ্যপাল সংঘাতের গন্ধ পাচ্ছেন অনেকেই।

এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যপালকে নিয়ে আমি কোনও কথা বলব না। শুধু বলব, নন্দিনী চক্রবর্তী ওনাকে ভুল বোঝাচ্ছেন।’ তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘এটা প্রশাসনিক ব্যাপার। তবে বিরোধীশাসিত রাজ্যগুলিতে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র হিসাবে ব্যবহারের নজির রয়েছে।’