মহাসাগর থেকে চীনা বেলুনের সেন্সর উদ্ধার: যুক্তরাষ্ট্র

যুদ্ধবিমান থেকে গুলি করে ভূপাতিত করা চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুনের সেন্সর আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মার্কিন সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধানকর্মীরা বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

গোয়েন্দা সংস্থা এফবিআই এসব ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, এসব বেলুন মার্কিন স্পর্শকাতর সামরিক স্থাপনায় নজরদারির জন্য চীন কাজে লাগাচ্ছিল। তবে চীন বলেছে, এগুলো আবহাওয়ার গবেষণায় ব্যবহৃত হচ্ছিল।

৪ ফেব্রুয়ারি প্রথম বেলুন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র আরও তিনটি বস্তু ভূপাতিত করেছে।

সামরিক কর্মকর্তারা আরও বলেছেন, সোমবার দক্ষিণ ক্যারোলাইনার উপকূল বস্তুটির বড় একটি কাঠামো উদ্ধার করা হয়েছে।

সিবিএস সংবাদমাধ্যম বলছে, যেসব বস্তু পাওয়া গেছে সেগুলোর মধ্যে বেলনুটির ৩০-৪০ ফুট অ্যান্টেনা রয়েছে।