Bomb Recovered: ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমে, শিল্পাঞ্চল এলাকায় আতঙ্ক, নামল বম্ব স্কোয়াড

আজ, মঙ্গলবার আবার ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। এদিন বীরভূমের রামপুরহাট থানার বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ এই জেলাতেই বগটুই গণহত্যার মতো ঘটনা ঘটেছিল। এখানে আর এমন কোনও ঘটনা ঘটুক তা চায় না প্রশাসন। তাই কড়া নজরদারি রাখা হয়েছে।

ঠিক কী ঘটেছে বীরভূমে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে পাথর শিল্পাঞ্চল এলাকায় কাজ করতে আসা শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় একটি প্লাষ্টিকের ড্রাম পড়ে থাকতে দেখতে পান। তাঁরাই প্রথমে ড্রামটি খুলে দেখেন তার মধ্যে একাধিক তাজা বোমা রয়েছে। আগের দিনও যা ছিল না। সেটা এদিন কি করে এল!‌ তা নিয়ে সবাই অবাক হয়ে পড়েন। তাছাড়া এখানে তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই তাজা বোমা দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশ ঠিক কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। এদিকে যে জায়গায় বোমা ভর্তি ড্রামটি উদ্ধার হয়েছে তার পাশে মাটিতে গর্ত করে ভরাট করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, সেখানেও মাটির তলায় বোমা লুকিয়ে রাখা হয়েছে। রামপুরহাট থানার পুলিশ বম্ব স্কোয়ার্ডে খবর পাঠিয়ে দেয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় এবং উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই বোমা মজুত করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী। সেগুলি নির্বাচনে ব্যবহার করা হতে পারত। তবে কোন রাজনৈতিক দলের ইন্ধনে বোমা মজুত করা হয়েছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখন অনুব্রত মণ্ডল জেলে। ফলে তাঁর নামে অভিযোগ তোলা যাচ্ছে না। বোমার খবর চাউর হতে অনেকে স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে পড়েছেন। তবে পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যাওয়ায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনেকে বলছেন, শাসকদলকে বদনাম করতে বিরোধী দল বোমা মজুত করে চক্রান্ত করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup