Elite cinema hall: বন্ধ এলিট সিনেমা হলে শোরুম করতে চাইছে জুতো প্রস্তুতকারক সংস্থা, আপত্তি পুলিশের

কলকাতার ঐতিহ্যবাহী এলিট সিনেমা হল বন্ধ হয়েছে বহু আগেই। এবার সেই সিনেমা হলে শোরুম করতে চাইছে এক জুতো প্রস্তুতকারক সংস্থা। ইতিমধ্যেই সংস্থার তরফে কলকাতা পুরসভার কাছে প্রস্তাব জমা দিয়েছে সংস্থাটি। এদিকে, পুরসভার কাছে প্রস্তাব জমা পড়ার পরেই কলকাতা পুলিশের তরফে আপত্তি জানানো হয়েছে। পুলিশের দাবি, এলিট সিনেমা হল বিল্ডিংটি অবস্থিত এসএন ব্যানার্জি রোডে। ফলে সেখানে জুতোর শোরুম চালু হলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। যার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে সংস্থার কাছে নতুন করে নকশা জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোনও বিল্ডিং বা বড় নির্মাণের ক্ষেত্রে পুরসভার বিল্ডিং কমিটির কাছে অনুমতি নিতে হয়। বিল্ডিং কমিটি থেকে নকশা পাশ করা হলেই তারপরে সংশ্লিষ্ট নির্মাণের অনুমতি মেলে। তবে নকশা পাশ করানোর আগে যে বৈঠক হয় তাতে উপস্থিত থাকেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, কলকাতা পুলিশ, দমকল এবং পরিবেশ দফতরের আধিকারিকরা। এলিট সিনেমা হলটি অবস্থিত একেবারেই এসএন ব্যানার্জি রোডের গা ঘেঁষে। শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হল এই এসএন ব্যানার্জি রোড। ধর্মতলায় যাবতীয় মিছিল এই রাস্তা হয়ে প্রবেশ করে। ফলে স্বাভাবিকভাবে রাস্তার গা ঘেঁষে শোরুম করা হলে সে ক্ষেত্রে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। তাই বিকল্প রাস্তা বের করে যান চলাচল যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য ওই জুতো প্রস্তুতকারক সংস্থাকে নকশা জমা দিতে বলা হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ সমস্ত কিছু খতিয়ে দেখার পর অনুমতি দিলেই সেখানে শোরুম করতে পারবে ওই সংস্থা।

উল্লেখ্য, এলিট সিনেমা হল চালু হয়েছিল ১৯৪০ সালের ২ অগস্ট অর্থাৎ স্বাধীনতার আগে এই সিনেমা হল চালু হয়েছিল। প্রথমের দিকে এটি সিনেমা হল ছিল না। সেখানে ছিল বলরুম ডান্স ক্লাব। পরে সেখানে সিনেমা হল চালু করা হয়। একসময় কলকাতার খুবই জনপ্রিয় ছিল এই সিনেমা হল। সেখানে হলিউড থেকে শুরু করে বলিউডের বহু সুপারহিট সিনেমা চলেছে। শোলে সিনেমা এই হলে প্রদর্শিত হয়েছে চার বছর ধরে। প্রত্যেকটি শো-ই ছিল হাউসফুল। শুধু তাই নয়, শহরের প্রথম থ্রিডি সিনেমা প্রদর্শিত হয়েছিল এই হলেই। কিন্তু, লোকশানে চলতে থাকায় শেষ পর্যন্ত হলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জুতো প্রস্তুতকারক সংস্থা সিনেমা হলটিকে ৩৬ কোটি টাকায় কিনে নিয়েছে। এই সিনেমা হল সংস্কার করে সেখানে শোরুম করতে চাইছে ওই জুতো প্রস্তুতকারক সংস্থা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup