Ramcharitmanas controversy: রামচরিতমানস বিতর্ক: মধ্যপ্রদেশে গির্জায় আগুন দেওয়ার অভিযোগে ৩ জন গ্রেফতার

মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার দু’টি গির্জায় আগুন দেওয়ার অভিযোগে মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে অবনীশ পাণ্ড (২৪) ফৈজাবাদের বাসিন্দা, শিব (২৩) ইটাসির বাসিন্দা এবং ঝাঁসির বাসিন্দা আকাশ তেওয়ারি। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে আকাশ তেওয়ারি অবনীশ পাণ্ডে ও শিবের কাছে চার্চগুলির ভৌগলিক অবস্থান ও তার বিশদ বিবরণ জানিয়েছিলেন এবং তাঁদের দু’জনকে ১০ হাজার টাকা করে দিয়েছিলেন।

নর্মদাপুরম জেলার পুলিশ সুপার গুরকরণ সিং জানিয়েছেন, ‘৯ জানুয়ারি ইটাসিতে একটি চার্চে এবং ১২ ফেব্রুয়ারি সুখতাওয়া কেসলায় আর একটি চার্চে আগুন দেওয়া হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের ধরতে একটি দলও গঠন করা হয়।’

মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে পুলিশ উত্তর প্রদেশের ফৈজাবাদের বাসিন্দা অবনীশ পান্ডেকে গ্রেফতার করে পুলিশ। পান্ডে গত এক বছর ধরে ইটাসিতে বসবাস করছিলেন। সেখানেই শিবের সঙ্গে পান্ডের পরিচয় হয়। পুলিশ সুপার জানিয়েছেন, রেলে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছিলেন শিব।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, তারা ধর্মের জন্য কিছু করতে চেয়েছিলেন। পান্ডে এবং তেওয়ারি লখনউতে এক সঙ্গে কাজ করেছিলেন। তারা রামতচরিতমানস পোড়ানোর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। লখনউ থেকেই আকাশ তেওয়ারি তাদের ভোপাল ও নর্মদাপুর মাজার এবং গির্জার ছবি পাঠায় আগুন লাগনোর জন্য।

ঘটনায় তদন্তকারী অফিসার জানিয়েছেন, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আরও কোনও কারণ আছে কি না তা খুঁজে বার করার চেষ্টা চলছে।