Sachin Tendulkar Shares Video Of Young Girl Smashing Big Shots

নয়াদিল্লি: প্রতিভার স্বীকৃতি কে না চায়। আর ক্রিকেটের ক্ষেত্রে স্বয়ং সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) প্রশংসা পাওয়া যে কোন তারকার কাছেও বড় পাওনা বটে। তবে কোনও চেনা পরিচিত তারকা নয়, এক তরুণীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর। সেই তরুণী বড় শট হাঁকানোর প্রতিভা সচিনের মনে ধরেছে। 

তরুণীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন 

সচিন তরুণী ব্যাটিং দেখে এতটাই প্রভাবিত হয়েছেন যে তাঁর ব্যাটিংয়ের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে দ্বিধা করেননি। ২২ গজে নয়, সোশ্যাল মিডিয়ায় সচিনের শেয়ার করা ভিডিওতে তরুণী বরং ধুলো ভরা মাঠেই ব্যাট হাতে দেদার একের পর এক শট হাঁকালেন। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেনে, ‘কালই তো নিলাম আয়োজিত হল। আর আজই ম্যাচও চালু হয়ে গেল? দারুণ তো। তোমার ব্যাটিং দারুণ উপভোগ করেছি।’ 

l

রেকর্ড দামে আরসিবিতে মান্ধানা

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম (WPL 2023 Auction) আয়োজিত হয়েছে। সেখানে প্রথম খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নাম নিলামে উঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বাসে ভাসলেন তাঁর ভারতীয় সতীর্থরাও।

বর্তমানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেখানেই রয়েছেন ভারতীয় দলের অঙ্গ স্মৃতি। সতীর্থদের সঙ্গে বসে একসঙ্গেই নিলাম দেখছিলেন ভারতীয় তারকা। সেখানে স্মৃতি বিরাট মূল্যে বিক্রি হওয়ার পরেই উচ্ছ্বাসে ভাসেন রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌররা। জেমাইমা ও হরমনপ্রীত স্মৃতিকে আলিঙ্গনও করেন বটে। ভারতীয় পুরুষ দলের ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি আরসিবির পুরুষ দলের হয়ে আইপিএল খেলেন। এবার ভারতের মহিলা দলের ১৮ নম্বর জার্সিধারীও আরসিবির জার্সিতেই খেলবেন।

আরসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন স্মৃতিকে দলে পাওয়ায় উচ্ছ্বসিত। তিনি যে দলকে নেতৃত্ব দিতে পারেন, তাঁর পূর্বাভাস দিয়েই রাখলেন কিউয়ি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সকলেই মান্ধানা ও (এলিস) পেরিকে চেনেন। এই দুইজনকে দলে নিতে আমরা বদ্ধপরিকর ছিলাম। এমন উচ্চমানের খেলোয়াড়দের দলে নিতে পারায় আমরা দারুণ খুশি। স্মৃতি, পেরি এবং (সোফি) ডিভাইনকে একসঙ্গে দলে পাওয়াটা স্বপ্নের মতো। স্মৃতির অধিনায়কত্ব করার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এই পরিবেশের সঙ্গেও পরিচিত। তাই ওঁ অধিনায়ক হওয়ার দৌড়ে আছেই।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শ্রেয়স? কবে ফিরছেন বুমরা?