চাকরি গিয়েছে আগেই, এবার তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে শুক্রবারই চাকরি গিয়েছে বাঁকুড়ার পাতালখুরি গ্রামের তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায় ও তার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের। এবার সেই তৃণমূল নেতার নামেই চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পোস্টার পড়ল এলাকায়। মঙ্গলবার সকালে এই পোস্টারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে গত শুক্রবারই আদালতের নির্দেশে ১৯১১ জনকে চাকরি থেকে তাড়াতে বাধ্য হয়েছে SSC. সেই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা আদেশ ও তার দাদার। সেই ঘটনা নিয়ে আলোচনায় সরগরম বাঁকুড়া ১ নম্বর ব্লকের পাতালখুরি গ্রাম। তারই মধ্যে তৃণমূল নেতার নামে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাদা কাগজে আলতা দিয়ে পোস্টারে লেখা রয়েছে, আদেশ চ্যাটার্জি, আমার কাছ থেকে চাকরি করে দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকা নিয়েছিস। তোদের মতো চুরি করা চাকরি চাই না। টাকাটা ফেরত দে। নইলে সকলের সামনে মুখ খুলতে বাধ্য হব।

এব্যাপারে আদেশ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে আদেশ চট্টোপাধ্যায়কে।

ঘটনার দায় অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, দল কোনও দুর্নীতিতে যুক্ত নয়। কেউ দুর্নীতি করে থাকলে সেটা তার নিজস্ব ব্যাপার। দোষী প্রমাণিত হলে দল পদক্ষেপ করবে।

বিজেপির তরফে জানানো হয়েছে, অনেক তৃণমূলকর্মী চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন। অনেক মেধাবী ছেলে – মেয়েও সোজা পথে চাকরি হবে না বলে জমি – বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন। তারা তো টাকা ফেরত চাইবেই।