ভোটে জিততে ইজরায়েলি সংস্থার সহায়তা নিয়েছেন মোদী, বিস্ফোরক দাবি কংগ্রেসের

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতৃত্ব। দেশের ভোট জিততে তিনি ইজরায়েলি সংস্থার সহায়তা নিয়েছিলেন। দাবি কংগ্রেসের। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা ও সুপ্রিয়া শ্রীনাতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী গণতন্ত্রের সঙ্গে ছেলেখেলা করছেন। ইজরায়েলি এজেন্সির মাধ্যমে তিনি ভোটকে প্রভাবিত করেছিলেন। সাংবাদিক বৈঠকে তাঁরা এমনই জানিয়েছিলেন।

কংগ্রেসের দাবি, ভারতের গণতন্ত্র বিপন্ন। বিদেশি মিলিটারি এজেন্সির মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন মোদী। কনসোর্টিয়াম অফ ইন্টারন্যাশানাল জার্নালিস্টের রিপোর্টের ভিত্তিতে তাঁরা একথা জানিয়েছেন।

শ্রীনাতে জানিয়েছেন, আন্তর্জাতিক সাংবাদিকদের গ্রুপের খবর অনুসারে, বিশ্বের বহু ভোটে ইজরায়েলের কনট্রাক্টররা প্রভাবিত করেছে। তাদের মূল কৌশল হল মিথ্যা ছড়িয়ে দেওয়া। গোপনে কাজ করে এরা। ভারতের তাদের অস্তিত্ব বোঝা গিয়েছে। সরকারের সম্মতি ছাড়া এটা সম্ভব নয়। বিজেপির আইটি সেল যেভাবে মিথ্য়া ছড়ায় তাদের কাজের সঙ্গে এদের কাজের অনেকটা মিল রয়েছে।

 

ইজরায়েলের টিম তাল হানানের নেতৃত্বে টিম জোর্গের সঙ্গে মোদী সরকার হাত মিলিয়েছিল। দাবি কংগ্রেসের।তাল হানান হলেন ইজারায়েল স্পেশাল ফোর্সের প্রাক্তন কর্তা। বয়স ৫০ বছর। তিনি জোর্গে ছদ্মনামে গোপনে কাজ করেন। এই ইজরায়েলি টিম ব্রিটেন, আমেরিকা, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকো, সেনেগাল, ভারত, আরব সর্বত্র সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো খবর পরিবেশন করে। এটাই ওদের কৌশল।

ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কেডিন, জিমেল ব্যবহার করে তারা ভুয়ো খবর ছড়িয়ে দেয়। বিজেপির আইটি সেল এদের সামনে থাকে। পেছন থেকে কলকাঠি নাড়ে ওরা।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ৬০ শতাংশ ভুয়ো ফলোয়ার রয়েছে মোদীর, এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। এমনকী ১৮০০০ ভুয়ো অ্য়াকাউন্ট থেকে টুইটারে বিজেপির পক্ষ নিয়ে প্রচার করা হয়। তারাই ফুলিয়ে ফাঁপিয়ে নানা ধরনের প্রচার করে।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে, যাত্রা যখন পুরোদমে চলছে তখন বিজেপির আইটি সেল রটিয়ে দিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে যে মেয়েটি সে নাকি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছে। অন্যদিকে উদয়পুর গণহত্যার সঙ্গে একটি রাহুলের বিবৃতিকে মিথ্যে করে জড়িয়ে দিয়েছিল বিজেপির আইটি সেল।

গৌতম আদানি প্রসঙ্গে মোদী কেন চুপ রয়েছেন তা নিয়েও সুর চড়ান কংগ্রেস নেতৃত্ব। বিজেপি ক্রমাগত ভুয়ো খবর ছড়ায় বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup