২২ দিনে আয় ১২৪৯ কোটি, শুক্রবার ‘পাঠান’ দিবস ঘোষণা | BD24Live.com

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ছবি – সংগৃহীত

মুক্তির ২২ দিন পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাহরুখ খানের ‘পাঠান’। এখনও বক্স অফিসে হিট ছবিটি। ২১ দিন ধরে টানা দুর্দান্ত ব্যবসা করে চলেছে ‘পাঠান। বিশ্বজুড়ে এপর্যন্ত সিনেমাটি প্রায় ৯৬৩ কোটি টাকা রুপি সংগ্রহ করেছে। দেশের বাজারেও বাড়ছে ব্যবসার পরিমাণ। দর্শকের দুর্দান্ত প্রতিক্রিয়ায় আপ্লুত সিনেমার গোটা টিম।

প্রত্যেক দিনই প্রায় ঊর্ধ্বমুখী পাঠানের আয়, ফলে এবার দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে এলো সিনেমাটি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। বৃহস্পতিবার যশ রাজ ফিল্মস-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হল ‘পাঠান দিবস’ উদযাপনের কথা। সেই পোস্টে পাঠানের একটি পোস্টার পোস্ট করা হয়েছে। পোস্টারের ওপর লেখা, ‘এই শুক্রবার পাঠান ডে।’

ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছে। দেশজুড়ে ইতিমধ্যেই পাঠান ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই শুক্রবার আমাদের সঙ্গে এসে উদযাপন করুন। ভারতজুড়ে মাত্র ১১০ টাকায় বুক করুন আপনার টিকিট।’ দিন কয়েক আগেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল পাঠানের টিকিট মূল্য সস্তা করে দেয়া হচ্ছে। এরপর এলো টিকিট মূল্য কমিয়ে পাঠান ডে উযদযাপনের ঘোষণা।

ভারতে সিনেমাটির নেট আয় ৪৯৮ কোটি ৮৫ লাখ রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ ৪৮১ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু ও তামিল সংস্করণ আয় করেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি।

আশরাফুল/সাএ