LIVE News: বদলির পর এবার নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

রাজভবন থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। তবে সেই ইস্যুতে সংঘাত এখনও জারি রয়েছে। জানা গিয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এদিকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠিও দিয়েছেন রাজ্যপাল। এদিকে ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। ত্রিপুরায় আজ অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

16 Feb 2023, 09:43:33 AM IST

২০ ও ২১ ফেব্রুয়ারিতে পূর্ণদিবস কর্ম বিরতির ঘোষণা

বকেয়া ডিএ-র দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সব সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

16 Feb 2023, 09:43:33 AM IST

মুখ্যসচিবের সঙ্গে নন্দিনীকে নিয়ে কথা হয় রাজ্যপালের

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সেখানে নন্দিনী চক্রবর্তীকে নিয়েও আলোচনা হয় বলে খবর সূত্রের। তারপরই বুধবার তাঁকে সরানোর কথা জানানো হয় রাজভবনের তরফে।