Mamata Banerjee after DA announcement: ‘রাজ্যের সরকারি কর্মীরা ব্যাঙ্ককে যেতে পারেন’, DA বৃদ্ধির পরেই ঘোষণা মমতার

‘আমাদের সরকারি কর্মচারীরা ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন’। এমই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ বছরে একবার ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন। পাঁচ বছরে একবার বাইরে যেতে পারেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

সোমবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের পর মমতা বলেন, ‘আমাদের সরকারি কর্মচারীরা ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন। ১০ বছরে একবার মালয়েশিয়ায় যেতে পারেন। তাঁরা শ্রীলঙ্কায় যেতে পারেন, বাংলাদেশে যেতে পারেন। ভুটানে যেতে পারেন। তাঁদের এইসব সুবিধা আছে। পাঁচ বছরে একবার বাইরেও যেতে পারেন।’

আরও পড়ুন: Mamata Banerjee after DA announcement: ‘রাজ্যের সরকারি কর্মীরা ব্যাঙ্ককে যেতে পারেন’, DA বৃদ্ধির পরেই ঘোষণা মমতার

ডিএ বৃদ্ধির ঘোষণা

সোমবার বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। যা চলতি বছরের মার্চ থেকে কার্যকর হবে। অর্থাৎ আগামী মার্চ থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পাবেন। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যা আরও চার শতাংশ বাড়ানো হতে পারে বলে একাধিক মহলের ধারণা।

আরও পড়ুন: 6th Pay Commission DA Hike by WB Govt: ডিএ নিয়ে বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার, বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা

যদিও সেই ঘোষণায় একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের বক্তব্য, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা অনেক বেশি ডিএ পান, সেখানে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে ‘ভিক্ষা’ দেওয়া হল। ওই ডিএ বৃদ্ধি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেইসঙ্গে তাঁরা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)