MP Nusrat Jahan: বসিরহাট কলেজে নবীনবরণ, পাঁচ বছর পর কেন উদ্যোগ নিলেন সাংসদ নুসরত?‌

নবীনবরণ উৎসব এই কলেজের ঐতিহ্য হলেও পাঁচ বছরের বেশি সময় ধরে তা হয়নি বসিরহাট কলেজে। কিন্তু আজ, বৃহস্পতিবার সেই উৎসব হঠাৎ হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) ব্যানারে সেটা হলেও গোটা উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংসদ নুসরত জাহান বলে সূত্রের খবর। যদিও তিনি এই কলেজের পরিচালন সমিতির সভাপতিও। এই ফাঁকা সময়ের পর হঠাৎ এমন বাড়তি উদ্যোগ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

কেমন রাজনৈতিক তরজা হয়েছে?‌ নবীনবরণ উৎসব নিয়ে কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন সাংসদ নুসরত। একাধিকবার কলেজের টিএমসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন। বিজেপি এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদকে কটাক্ষ করছে। বিজেপির দাবি, এলাকায় কাজে নুসরতকে পাওয়া যায় না। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নিজের টিকিট বসিরহাট থেকে নিশ্চিত করতেই এমন উদ্যোগ। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির স্মৃতিশক্তি খুবই দুর্বল। তাই কিছু মনে রাখতে পারে না। নুসরতকে সমস্ত বিষয়েই এলাকার মানুষ পান।

ঠিক কী হবে নবীনবরণ উৎসবে?‌ আজ, বৃহস্পতিবার বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবে গান গাইবেন মিকা সিং। আর থাকবে মীরের ব্যান্ড ‘ব্যান্ডেজ’। এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন সাংসদ নুসরত জাহান। এই বিষয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রত্যেক কলেজে একটি পরিচালন সমিতি থাকে। এই কলেজে সাংসদ সেই পরিচালন সমিতির সভাপতি। তাঁর উদ্যোগে বহু বছর পর কলেজে এমন একটা অনুষ্ঠান হচ্ছে। ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি।’‌

ঠিক কী বলছেন তৃণমূল কংগ্রেস সাংসদ? এই নবীনবরণের পিছনে কোনও রাজনীতি নেই বলে দাবি সাংসদের। এই বিষয়ে নুসরত জাহান বলেন, ‘নবীনবরণের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কোভিডের কারণে কয়েক বছর নবীনবরণ হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরাই বড় সম্পদ। তাদের আবদার মেনেই আবার এই উদ্যোগ। কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবেই উদ্যোগী হয়েছি। বসিরহাটের সাংসদ হিসাবে নয়।’ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোটে জিতেছিলেন নুসরত। বসিরহাট কেন্দ্রে তিনি সাড়ে তিন লাখেরও বেশি ভোটে জেতেন। যদিও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘সাধারণ মানুষের কাজে উনি আসেন না। বসিরহাটে উনি আসেনও না। খেলা, মেলা, নবীনবরণ করে বেড়ান।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup