North pole journey: ৭০ বছরে বাংলা থেকে উত্তর মেরু অভিযান, যাত্রাপথটিতে আছে অভিনব ভাবনা

বাংলা থেকে সোজা পৃথিবীর উত্তর মেরু। পশ্চিমবঙ্গ অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের কাছে উত্তর মেরু যেন একটা পছন্দের গন্তব্য। নৈহাটি থেকে যাত্রা শুরু করতে চলেছেন নৈহাটির এক বাসিন্দা। বছর ৭০-এর করুণাপ্রসাদ মিত্র আগামী দুদিনের মধ্যে কলকাতা থেকে যাত্রা শুরু করবেন উত্তর মেরুর উদ্দেশ্যে। বয়সে তাঁকে প্রবীণ মনে হলেও মনের উদ্যমে মোটেও তা নন। কলকাতা থেকে প্রথমে অসলো যাবেন বলে ঠিক করেছেন করুণাপ্রসাদ। তারপর সেখান থেকে পাড়ি দেবেন উত্তর মেরুর গন্তব্যে। শুধু তিনি নন, এপ্রিলে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তও চলেছেন একই গন্তব্য।

পেশায় একসময় নৈহাটি পৌরসভার কর্মচারী ছিলেন করুণাপ্রসাদ মিত্র। তবে পাহাড় পর্বতে চড়ার শখ দীর্ঘদিনের। শুধু হিমালয় নয়, ককেশাস পর্বতসহ একাধিক পর্বতে চড়ার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। দুঃসাহসিক অভিযানের তালিকায় রয়েছে মাউন্ট এলব্রুশ ও তাঞ্জানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো। এছাড়াও, পশ্চিমবঙ্গ পর্বতারোহী সংগঠনের সেক্রেটারি করুণাপ্রসাদ। এদিন তাঁর এক বন্ধু জয়ন্ত বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, আগামী দুদিনের মধ্যেই অসলো থেকে একটি জাহাজে উত্তর মেরুর দিকে যাত্রা করছেন নৈহাটির দুঃসাহসী প্রবীণ। তাঁর সঙ্গে সকালেই কথা হয় জয়ন্তবাবুর। তখনই এ কথা জানতে পারেন তিনি। তাঁর কথায়, সেখানকার আবহাওয়াও বেশ সুন্দর লাগছিল। একইসঙ্গে জয়ন্তবাবু জানান, একটি বরফ ভেঙে এগিয়ে চলার মতো জাহাজেই যাত্রা শুরু করছেন করুণাপ্রসাদ। মোট ১০ দিন সমুদ্রপথেই চলবে উত্তর মেরুর দিকে যাত্রা।

চলতি বছরের এপ্রিলে একই গন্তব্যে পাড়ি দিচ্ছেন আরেক বাঙালি সত্যরূপ সিদ্ধান্ত। তবে উত্তর মেরুর ৯০ ডিগ্ৰি অক্ষে পৌঁছাতে তিনি অন্য পথ বেছেছেন। স্কেটিং করেই ১০০ কিমি দূরত্ব অতিক্রম করবেন তিনি। এদিন সংবাদ মাধ্যমকে সত্যরূপ বলেন, তিনি প্রথমে নরওয়ের লংগিয়েরবেইনে যাবেন। এই এলাকাই পৃথিবীর সবচেয়ে উত্তর দিকের শহর। সেখান থেকে সুইডেনের অধীনে থাকা বার্নিও আইস ক্যাম্পে পৌঁছাবেন তিনি। বর্তমানে আর্কটিক মহাসাগরের উপর এই এলাকাটি রাশিয়া নিয়ন্ত্রণ করে। সেখান থেকেই রওনা দেবেন উত্তর মেরুর দিকে। সাধারণত বিজ্ঞানীরা হেলিকপ্টারের সাহায্যে ৯০ ডিগ্রি অক্ষে পাড়ি দেন। তবে সত্যরূপ স্কেটিং করেই পৌঁছাবেন তাঁর গন্তব্যে। দীর্ঘ ১১১ কিমি পথ তিনি স্কেটিং করেই পৌঁছাবেন উত্তর মেরুতে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup