V Day condom sale: V Day-তে দেদার বিকিয়েছে কন্ডোম, আর কী কী কিনেছেন কাপলরা? জানালেন Blinkit কর্তা

Valentine’s Day উপলক্ষে দারুণ ব্যবসা হয় ফুল ও উপহার বিক্রেতাদের। তবে অনলাইন উপহার ও নিত্য দরকারি সামগ্ৰী বিক্রেতারাও এই দিন খারাপ আয় করেননি। তেমনটাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন জানালেন Blinkit অ্যাপের অধিকর্তা অলবিন্দর ধিন্দসা। তাঁর সংস্থা নিত্য দরকারি সামগ্রী খুব কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। Valentine’s Day-তে নাকি দেদার বিকিয়েছে কন্ডোম আর মোমবাতি। ১৪ ফেব্রুয়ারি তাঁর সংস্থা শুধু কন্ডোম আর মোমবাতি বেচেই দারুণ লাভ করেছে।

১৪ ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে ছটায় সোশ্যাল মিডিয়ায় একটি গ্ৰাফের ছবি পোস্ট করেন অরবিন্দর। তাতে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় এদিন অনেকটাই তুঙ্গে কন্ডোম বিক্রির হার! পাশাপাশি মোমবাতি বিক্রির হারও বেড়েছে বেশ ভালোই! ক্যাপশনে অলবিন্দর লেখেন ‘কন্ডোম আর মোমবাতির বিক্রির হার বেড়েই চলেছে!’

অন্যান্য জিনিসের মধ্যে মহিলাদের পারফিউম বিক্রির হারও এই দিন তরতরিয়ে বেড়েছে বলে জানান অলবিন্দর। সঙ্গের ক্যাপশনে লেখেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ আরেকটি পোস্টে অবশ্য ছেলেদের পারফিউম বিক্রির হারও দেখান অলবিন্দর। তাতে দেখা যায়, মাত্র কয়েক ঘন্টায় অনেকটাই বেড়েছে ছেলেদের পারফিউম বিক্রির হার।

এটুকুই শুধু নয়, Valentine’s Day-তে চকোলেট বিকিকিনির হারও ছিল তুঙ্গে। ১৪ ফেব্রুয়ারি যা চকোলেট বিক্রি হয়েছে তা চকোলেট ডে-তেও হয়নি বলে জানান অলবিন্দর। এই দেখে তাঁর সিদ্ধান্ত ‘চকোলেট ভালোবাসার প্রতীক!’ তাই এমন দেদার বিক্রি। এছাড়াও ওই দিন সকালে ১০ হাজার গোলাপ ফুল ও ১২০০ ফুলের বোকে বেচেছে Blinkit। সে তথ্যও এদিন সোশ্যাল মিডিয়ায় জানান অলবিন্দর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup