Women’s T20 World Cup 2023 India Women Won By 6 Wickets Against West Indies Women At Newlands Cricket Ground

কেপটাউন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ৬ উইকেটে জয় পেল হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল ভারত। এদিনের জয়ের সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয় জয় এবারের টুর্নামেন্টে ছিনিয়ে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

মাত্র ১১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন একাদশে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না তিনি এদিন। মাত্র ১০ রান করে ফেরেন তিনি। শেফালি ভার্মা ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেও এদিন মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জেমিমা রডরিগেজ।

এরপরই হরমনপ্রীত ও রিচা ঘোষ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ৪২ বলে ৩৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তবে রিচা আগের দিনের মতই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন। ৩২ বলের ইনিংসে ৫ টি বাউন্ডারি হাঁকান রিচা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

 এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্তেফানি টেলর। এদিন চোট সারিয়ে দলে ফিরলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই পূজা ভাস্ত্রাকারের বলে আউট হয়ে প্যাাভিলিয়নে ফেরেন হিলি ম্যাথিউজ। এরপরই স্তেফানি টেলর ও কেম্পবেলে মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন দীপ্তি। পরপর কেম্পবেলে ও টেলরকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৫ বছরের এই অলরাউন্ডার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১১৮ রানই তুলতে পারে ক্যারিবিয়ানরা। 

আরও পড়ুন: বাংলার পেসারদের বাড়তি সমীহ নয়, আত্মবিশ্বাসে টগবগ করছেন সৌরাষ্ট্রের সেরা ব্যাটার

ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি সর্বোচ্চ ৩ উইকেট নেন। দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক উইকেট পাওয়ার নিরিখে তিনি টপকে গেলেন পুনম যাদবকে। তিনি ৯৮ উইকেট নিয়েছিলেন। এদিন ৩ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে ১০০ উইকেটের মালকিন হলেন দীপ্তি।