করাচি পুলিশ দফতর জঙ্গিমুক্ত, ৩ হামলাকারী নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির পুলিশ সদরদফতরে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিন জঙ্গি পাঁচ তলা একটি ভবনে প্রবেশ করে। হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর দীর্ঘক্ষণ গুলিবিনময় হয়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, কয়েক ঘণ্টার অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে এবং ভবনটির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। জঙ্গিদের হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রায় ঘণ্টার অভিযানে পুলিশ সদরদফতর জঙ্গিমুক্ত করা হয়েছে। ভবনটিতে পুলিশ কমান্ডো ও বোমা ডিসপোজাল ইউনিট প্রবেশ করেছে। আর কোনও বোমা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে, শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত পুলিশ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় গোলাগুলি শুরু হয়। এরপর একাধিক বিস্ফোরণের পর বড় আরেকটি বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামক জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে ২০১১ সালে করাচির একটি নৌ-ঘাঁটিতেও হামলা চালিয়ে চালিয়ে এর দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইরফান বালুচ বলেছেন, হামলার সময় ভবনটিতে প্রায় ৩০ জন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব টুইটারে লিখেছেন, আমি নিশ্চিত করছি, করাচি পুলিশ অফিস (কেপিও) ভবন জঙ্গিমুক্ত করা হয়েছে। তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, দুই পুলিশ সদস্য, এক রেঞ্জার সেনা ও এক বেসামিরকসহ মোট চার জন হামলায় নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জিন্নাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডিআইজি (পূর্ব) মুকাদ্দাস হায়দার বলেছেন, একটি টয়োটা করোলা গাড়িতে মোট তিন হামলাকারী কেপিওতে প্রবেশ করে। ভবনের চতুর্থ তলায় এক হামলাকারী নিজেকে আত্মঘাতী বোমায় উড়িয়ে দেয়। অপর দুই হামলাকারীকে ছাদে গুলি করে হত্যা করা হয়েছে।