DA 6th Pay commission: রং ভুলে, অধিকারের দাবিতে আন্দোলনে সামিল হোন! DA ধর্না মঞ্চে বললেন দিলীপ ঘোষ

ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্না মঞ্চে গেলেন দিলীপ ঘোষ। শুক্রবার বিকাল চারটে নাগাদ শহিদ মিনারে সরকারি কর্মচারীদের ধর্না মঞ্চে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখান তিনি বলেন, এই পরিস্থিতির জন্য দায়ী সরকারি কর্মীরা নন, দায়ী রাজ্য সরকার। রং ভুলে, অধিকারের দাবিতে সকলকে আন্দোলনে সামিল হওয়ার ডাক দেন বিজেপি সাংসদ।

এদিন তিনি সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চে হাজির হয়ে আন্দোলকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে মানুষ ধর্মতলা আসত শহিদ মিনার দেখতে, ময়দানে ঘুরতে। এখন ধর্মতলার চারদিকে শুধু ধর্না আর অনশন মঞ্চ।’ ২০ ও ২১ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মীরা সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এই পরিস্থিতির জন্য আন্দোলনকারীরা দায়ি নন। এর জন্য সরকার দায়ি। আন্দোলনকারীরা তাঁদের অধিকারের দাবিতে লড়াই। যে অধিকার আদালতও স্বীকার করে নিয়েছে। যাদের জন্য সরকার চলছে, তাদের যদি রাস্তায় বসতে হয়, পশ্চিমবঙ্গের কাছে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমাদের আন্দোলনকারীদের সঙ্গে নৈতিক ভাবে আছি।’

এই আন্দোলনে মদত দিচ্ছে কিছু রাজনৈতিক দল–শাসকদলের পক্ষ থেকে এমন অভিযোগও উঠেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে, ‘আমি শুনেছি এখানে ২৮ থেকে ৩৮টা কর্মচারিদের সংগঠন রয়েছে। এবার এর বাইরে কেউ কেউ ডিএ-র দাবিতে রাজনৈতিক ঝান্ডা নিয়েও পথে নেমেছে। আমার সকলের কাছে অনুরোধ রং ভুলে যান, অধিকার আদায়ের দাবিতে পথে নামুন।’

দিলীপ ঘোষ ধর্না মঞ্চে থাকাকালীনই এক আন্দোলনকারী অসুস্থ হয়ে যান। তাঁঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।