IND Vs AUS 2nd Test: Mohammed Shami Wins Hearts With Gesture Towards Intruder On Day 1

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) মাঠে নেমেছে ভারতীয় দল। প্রথম টেস্ট জিতে সিরিজে এমনিই এগিয়ে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট জিতলে তাই বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) নিজের দখলেই রাখবে ভারত। এমন পরিস্থিতিতে বল হাতে আগুন ঝরান মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট তিনি। বল হাতে তো আগুন ঝরানই তিনি। পাশাপাশি নিজের আচরণে মনও জিতলেন শামি।

মন জিতলেন শামি

ম্যাচ চলাকালীন প্রথম দিনই নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। অবশ্য তিনি মাঝ ক্রিজ অবধি পৌঁছতে পারেননি। তার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন এবং মাঠ থেকে বাইরে বের করে নিয়ে যেতে উদ্যত হন। এমন পরিস্থিতিতে নাছোড় সেই অনুপ্রবেশকারীকে নিরাপত্তারক্ষীরা কার্যত টেনে হিচড়েই মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন। শামি বাউন্ডারির কাছেই ফিল্ডিং করছিলেন। তাঁর সামনেই গোটা ঘটনাটি ঘটে। তিনি সেখানে এগিয়ে গিয়ে নিরাপত্তারক্ষীদের কাছে অনুরোধ করেন যাতে সেই অনুপ্রবেশকারীকে ধীরে সুস্থে বাইরে বের করা হয়। শামির এই ব্যবহারই নেটিজেনদের মন জিতেছে।

 

আরও পড়ুন: নয়াদিল্লিতে ভারতীয় হিসাবে অনন্য নজির গড়লেন রবীন্দ্র জাডেজা