Frontotemporal dementia: ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত ব্রুস উইলিস, কী এই রোগ, কোন বয়সে হয়, জানুন

আমেরিকান অভিনতা ওয়াল্টার ব্রুস উইলিস বলতেই চোখের সামনে ভেসে ওঠে মুনলাইটিং-এর একের পর এক কমেডি সিরিজগুলি। তবে শুধু কমেডিই নয়,‌ ডাই হার্ড ফ্রাঞ্চাইজি করার পর অ্যাকশন হিরো হিসেবেও নাম করেন তিনি। দুর্দান্ত সেই সিরিজগুলি ছাড়াও একশোটির বেশি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ব্রুস উইলিস। অমন দাপুটে অভিনেতাই এবার আক্রান্ত হলেন ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়াতে। তার পরিবারের তরফ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। গত বছর পরিবারের তরফে জানানো হয়েছিল, অভিনয় ছেড়ে দিতে পারেন ব্রুস। অ্যাফ্যাসিয়ার কারণে কগনিটিভ কার্যক্ষমতা (কোনওকিছু বুঝতে পারা, ভাবতে পারা, সমস্যার সমাধান করতে পারা) কমে যাচ্ছে অভিনেতার। বৃহস্পতিবার তারাই একটি বিবৃতি প্রকাশ করে জানায় ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়ার কথা‌। দুঃখের হলেও শেষ পর্যন্ত সঠিক রোগটি নির্ণয় করা গিয়েছে বলে জানানো হয় পরিবারের তরফে।

ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া রোগটি আসলে কী?

ডিমেনশিয়ারই একটি বিশেষ ধরন হল ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া।‌ তবে অন্যান্য ডিমেনশিয়ার তুলনায় এই রোগটি অনেকটাই বিরল বলা যায়। ডিমেনশিয়া মস্তিষ্কের কোষগুলির একটি বিশেষ রোগ। এর ফলে কথা বলা ও ভাবার প্রক্রিয়া ক্ষতিগ্ৰস্ত হয়। কগনিটিভ কার্যক্ষমতা ব্যাহত হতে থাকে দিন দিন।‌ অ্যালঝাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়ার কয়েকটি সাধারণ ধরনের মধ্যে রয়েছে ভাসকুলার ডিমেনশিয়া ও লিউয়ি বডি ডিমেনশিয়া। তবে বিরল ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া সাধারণত মাঝ বয়সে বা শেষ বয়সে দেখা দেয়।

রোগের নেপথ্যে আসল কারণ কী?

মস্তিষ্কের কোষে ক্ষতিকর প্রোটিন জমা হতে থাকলে তা কোষগুলিকে নষ্ট করে দেয়। এই ঘটনাই যদি মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোবে ঘটে, তখন তাকে ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া। মস্তিষ্কের ফ্রন্টাল লোব কপালের পিছনে থাকে। টেমপোরাল দুই কানের পাশে থাকে। এই রোগে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। অংশগুলি ক্ষতিগ্ৰস্ত হলে কথা বলার ক্ষমতা চলে যেতে পারে। পাশাপাশি ব্যবহার ও কোনওকিছু ভাবার কাজেও সমস্যা দেখা দিতে থাকে।

রোগের চিকিৎসা কী?

এখনও পর্যন্ত এই রোগের কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়নি। লক্ষণগুলিও ধীরে ধীরে বাড়তে থাকে।‌ সাধারণত এই রোগ ধরা পড়ার পর রোগী ৮ থেকে ১০ বছর বাঁচেন। তবে কোনও কোনও ক্ষেত্রে রোগী আরও বেশি দিন বাঁচতে পারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup