Historic Day For Spain Approves Law Creating Europes First Menstrual Leave Know Details


মাদ্রিদ: ঋতুকালীন যন্ত্রণায় (Menstrual Pain) যাঁদের ভয়ঙ্কর ভোগান্তি, তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এল স্পেনের (Spain) সরকার (Government) । মাসের ‘ওই দিনগুলি’ যাতে তাঁরা সবেতন ছুটি পান, সেই মর্মে আইন পাশ করল স্পেন যা কিনা ইউরোপের (Europe) দেশগুলির মধ্যে প্রথম (First)। গত কালই এতে চূড়ান্ত সিলমোহর দিয়েছে সে দেশের সরকার। প্রস্তাবের পক্ষে পড়ল ১৮৫টি ভোট, বিপক্ষে ১৫৪টি ভোট। ঋতুকালীন স্বাস্থ্য় নিয়ে যাবতীয় ছুৎমার্গ ভাঙতেই এমন সিদ্ধান্ত, দাবি স্পেন সরকারের।

কী পরিস্থিতি?
গোটা বিশ্বে বর্তমানে মেরেকেটে হাতেগোনা কয়েকটি দেশে ঋতুকালীন যন্ত্রণায় ছুটি মেলে যার মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া। তবে ইউরোপের কোনও দেশ প্রথম এই পথে হাঁটল। ভোটাভুটির আগেই ট্যুইটারে ইক্যুয়ালিটি মিনিস্টার আইরিন মন্টোরো লিখেছিলেন, ‘নারীবাদী অধিকারের নিরিখে অনেকটা এগোনো গেল।’ কী বলছে নয়া আইন? কোনও কর্মী ঋতুকালীন যন্ত্রণায় কষ্ট পেলে যতটা সময় প্রয়োজন ছুটি নিতে পারবেন। তার জন্য সংশ্লিষ্ট কর্মী যে সংস্থায় রয়েছেন সেটিকে কোনও দায়ভার নিতে হবে না। সব দায়িত্ব নেবে দেশের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমই। তবে অন্য কোনও ধরনের অসুস্থতার কারণে সবেতন ছুটি চাইলে চিকিৎসকের অনুমোদন জরুরি। কিন্তু নতুন আইনে ঋতুকালীন যন্ত্রণার জন্য কত দিনের ছুটি নেওয়ার সুযোগ থাকছে, সেটি স্পষ্ট নয়। স্প্যানিশ গাইনোকলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সোস্যাইটি-র হিসেব অনুযায়ী, ঋতুমতী মহিলাদের এক তৃতীয়াংশই তীব্র যন্ত্রণায় কষ্ট পান। তাঁদের কথা ভেবে সরকারের এই আইনি পদক্ষেপ বহুলাংশে জনসমর্থন পেয়েছে। যদিও বিরোধিতাও কিছু কম আসেনি।

সমালোচনা…
বস্তুত সরকারের এই সিদ্ধান্তে রাজনীতিবিদ ও ট্রেড ইউনিয়নগুলি দ্বিধাবিভক্ত। স্পেনের বৃহত্তম ট্রেড ইউনিয়নের হুঁশিয়ারি, এর ফলে কর্মক্ষেত্রে মহিলাদের বৈষম্যের মুখে পড়তে হতে পারে। যে কোনও সংস্থা হয়তো এর পর থেকে পুরুষকর্মীদেরই নিয়োগ করতে চাইবে। এক মত স্পেনের অন্যতম বিরোধী দলেরও। তবে ইউরোপের এই দেশ বরাবরই নারী-অধিকার রক্ষার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। যেমন ১৯৮৫ সালে তারা গর্ভপাতকে অপরাধের তকমামুক্ত করে। নতুন আইনে বলা হয়, গর্ভধারণের ১৪ সপ্তাহের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাধীন ভাবে গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া যাবে। বিতর্কের ঝড় উঠেছিল তখনও। এখনও তাই। তবে তারও পরও থেমে নেই স্পেন। বাকিটা বলবে সময়।    

আরও পড়ুন:নীল দিগন্তে কাঞ্চন-রেখা, ব্রিটিশদের ইস্কুল-বাড়ি, মলিন রবি-স্মৃতি, কোলাজে কালিম্পং

  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator