Viral news: ৫ টাকা কম পড়ছে? ১ ইউরো ধরিয়ে দিলেন এই রিকশাচালক!

রাস্তায় বেরোচ্ছেন আর পকেটে খুচরো নেই এমন হয়েছে কখনও?‌ নিশ্চয়ই এক দুবার এমন সমস্যায় পড়েছেন। আর তেমন হলে ঠিক কী সমস্যায় পড়তে হয়, তা আর বলার মতো নয়! মাঝে মাঝেই অনেকে এমন সমস্যায় পড়েন যখন পকেটে কোনও খুচরোই থাকে না। রাস্তায় কোনও সহৃদয় ব্যক্তি না পেলে সে টাকা ভাঙানোও মুশকিল হয়ে পড়ে। রিক্সাওয়ালা বা বাস কনডাকটরদের কাছে বড় নোট নিয়ে গেলে রীতিমতো গালাগালিও শুনতে হয়। সে দিন অনেক কিছুই পরিকল্পনা মতো হয়ে ওঠে না।

এখন অনেকেই অনলাইনে টাকা নেন। তবে সবার অনলাইন পেমেন্টের সুবিধা থাকে না। বিশেষ করে চায়ের দোকান, রিকশাওয়ালা, বাস কন্ডাক্টরদের তেমন কোনও সুবিধা থাকে না। ফলে বিপদ আরও বাড়ে। সম্প্রতি তেমনই সমস্যায় পড়েছিলেন খোদ এক রিকশাওয়ালা। যাত্রী ভাড়া দেওয়ার পর তার কাছে ছিল না খুচরো। অথচ পাঁচ টাকা পাওনা রয়েছে তাঁর। পরে হয়তো আর দেখাও হবে না রাস্তায়। কী করবেন ভেবে যখন পকেট হাতড়াচ্ছেন, তখনই হাতে ঠেকে একটি এক ইউরোর কয়েন। এ যেন মেঘ না চাইতেই জল। সেই কয়েনকেই এবারের মতো কাজে লাগালেন তিনি। যাত্রীর হাতে পাঁচ টাকার বদলে ওই এক ইউরোয় ধরিয়ে দিলেন! রিকশাওয়ালা ও খুশি, যাত্রী তো আরও বেশি! কারণ পাঁচ টাকা বদলে পেয়ে গিয়েছেন ৮৮ টাকা (এক ইউরোর মূল্য ৮৮ টাকার সমান)।

টুইটারে সম্প্রতি এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, তরুণীটির হাতে একটি এক ইউরো কয়েন। তাঁর কথায়, রিকশাওয়ালার থেকে ৫ টাকা পাওয়ার কথা, তিনি এই এক ইউরো দিয়েছেন! এমন পোস্টই ভাইরাল হয়ে যায় কিছুক্ষণে। মজার মজার কমেন্টে ভরে যেতে থাকে কমেন্ট বক্স। এক নেটিজেন লেখেন, ‘আপনি তো আপনার পুরো ভাড়াই ফেরত পেয়ে গেলেন!’, আরেকজন লেখেন,‘আমি এই রিকশাওয়ালাকে কয়েকদিন আগেই দেখলাম। ইনি ১০০ ডলারের নোট দিয়ে বিড়ি কিনছিলেন!’ আরেকজনেরও নাকি একই অভিজ্ঞতা হয়েছে কিছুদিন আগে। বাসে উঠে ভাড়া মেটানোর পর তাকে কনডাকটর ‘শ্রীলঙ্কার কয়েন দেন!’ পাঁচ টাকার বদলে এমন প্রাপ্তি হবে, সেই তরুণীটি ভাবতে পারেননি। সে কথাই লেখেন অন্য এক নেটিজেন। তাঁর কথায় ‘ চেয়েছিলেন পাঁচ টাকা, ফেরত পেলেন ৮৮ টাকা উফফ দারুণ ব্যাপার!’ সব মিলিয়ে বেশ হাসির খোরাক হয়ে উঠেছে এই এক ইউরোর কয়েন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup