কয়লা চুরির প্রতিবাদ করায় ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, দাবি দিব্য়েন্দুর

হলদিয়া বন্দরে কয়লা চুরির প্রতিবাদ করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনই দাবি করেছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেছেন তিনি। তবে এব্যাপারে পুলিশে অভিযোগ জানাতে নারাজ সাংসদ।

শনিবার তমলুকে এক সাংবাদিক বৈঠকে দিব্যেন্দুবাবু বলেন, হলদিয়া বন্দরে কয়লা চুরি হচ্ছিল সেকথা সবাই জানে। CISF জওয়ানরা কয়লা চুরিতে বাধা দিলে তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এর পর পাচারকারীদের ২টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে CISF. গোটা ঘটনার কথা আমি ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছিলাম। সাংসদ হিসাবে এটা আমার দায়িত্ব। সঙ্গে বলেছিলাম, এই ধরণের ঘটনা রুখতে CISF ও রাজ্য পুলিশের সমন্বয় প্রয়োজন। এর পর থেকেই আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

শান্তিকুঞ্জের মেঝো ছেলে বলেন, আমাকে অজানা নম্বর থেকে ফোন থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমার ওপর ২৪ ঘণ্টা নজরদারি চলছে বলেও জানানো হয়েছে ফোনে। এত কিছুর পরেও কেন পুলিশে অভিযোগ করেননি তিনি? দিব্যেন্দুবাবু বলেন, পুলিশে এর আগে অনেক অভিযোগ করেছি। কিন্তু কাজ হয়নি। তাই পুলিশে অভিযোগ করিনি।

তিনি বলেন, এসব করে আমাকে ভয় দেখানো যাবে না। যতদিন সাংসদ আছি ততদিন দায়িত্ব পালন করব।

দিব্যেন্দুর অভিযোগকে উড়িয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘আগে উনি বলুন উনি কোন দলে আছেন। তৃণমূলের পতাকায় ভোটে জিতে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছেন। সাহস থাকলে ইস্তফা দিয়ে দেখান। আবার নির্বাচিত হয়ে আসুন। তার পর ওর কথা শুনব।’