ফাঁদপদ্ধতিতে সবজিতে বিপ্লব!

গ্রামের পথেপ্রান্তরে টাটকা গন্ধ। মাঠে মাঠে সবুজ সবজি। বাতাসে সবজির ম-ম গন্ধ। কৃষকরা মুখে হাসি নিয়ে সবজির সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। আর গ্রামের নববধূরা সবজি তোলা, সবজি রান্না দিয়েই দিনের শুরু করেন। এমন চিত্র কুমিল্লার বরুড়া উপজেলার মুগুজি গ্রামে। অথচ বছর দুয়েক আগে বাম্পার ফলন আসার পরও কৃষকরা থাকতেন হতাশ।
ঐতিহ্যবাহী সবজির গ্রাম মুগুজি গ্রাম ঘুরে জানা যায়, দুই-তিন বছর আগেও এই গ্রামে কৃষিজমিতে সবজি… বিস্তারিত