লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা বধূ

ব্যাঙ্ক থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন এক বধূ। ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়ির উত্তর খট্টিমারি অঞ্চলের। নিখোঁজ বধূর নাম উমা অধিকারী। স্বামীর শিবু অধিকারীর দাবি, ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি স্ত্রী।

শিবু অধিকারী জানিয়েছেন, গত ১০ ফেব্রুয়ারি সকালে স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে ব্যাঙ্কে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাচ্ছি না। আত্মীয় – স্বজনের বাড়িতে খোঁজ করেছি। কিন্তু কোথাও যাননি তিনি। এর পর ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করি।

তিনি বলেন, মা কে না দেখে সন্তানরা কেঁদেই চলেছে। আমি কাজের জন্য ভিনরাজ্যে থাকি। ৪ বছর পর বাড়ি ফিরেছিলাম। ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে নানা বিষয়ে কলহ চলছিল। তাই বলে সে সন্তানদের ফেলে চলে যাবে এটা ভাবতে পারিনি।

ধূপগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। থানার এক আধিকারিক জানিয়েছেন, স্বামী জানিয়েছেন দাম্পত্যকলহ ছিল। এর পিছনে পরকীয়া রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বধূকে কেউ অপহরণ বা হত্যা করল কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আসেপাশের সমস্ত থানায় নিয়ম মাফিক খবর পাঠানো হয়েছে। আশা করি দ্রুত বধূর খোঁজ পাওয়া যাবে।