Flesh-Eating Parasites in Contact Lenses: কনট্যাক্ট লেনস পরে ঘুমোচ্ছিলেন একজন, উঠে টের পেলেন চোখটা কেউ খেয়ে নিয়েছে!

যাঁরা কনট্যাক্ট লেনস ব্যবহার করেন, তাঁদের অনেকেরই এই অভ্যাস থাকে। তার ফলে বহু ধরনের সমস্যারও মুখোমুখি হন তাঁরা। এই হিসাবে ব্যতিক্রম নন মাইক ক্রুমহোলৎজ। মাঝে মধ্যেই কনট্যাক্ট লেনস পরে ঘুমিয়ে পড়তেন তিনি। আর সেই অভ্যাসই কাল হল! মাইকের একটি চোখ প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা। কী ঘটেছে তাঁরা সঙ্গে?

মাইক জানিয়েছেন, এমন বহু দিনই গিয়েছে, যখন তিনি কনট্যাক্ট লেন্স পরে ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুম ভেঙেছে, তখন চোখ লাল হয়ে গিয়েছে, কড়কড় করেছে। এসব তো নিত্য ঝামেলা। এসব লেগেই থাকত। ফলে এই অভ্যাস জোর করে বদলানোর কথা কখনও ভাবেননি তিনি। সেটিই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল তাঁর জন্য।

চলতি মাসেই এক দিন মাইক অফিসের কাজ সেরে বাড়ি ফিরে একটু গড়িয়ে নিচ্ছিলেন। ফলে কনট্যাক্ট লেনস যে খুলে রাখতেই হবে, এমন কথা মাথায় আসেনি তাঁর। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ঘুমই ডেকে আনল চরম বিপদ।

ঘুম থেকে উঠে মাইক দেখেন, চোখ চুলকাচ্ছে। লালও হয়ে গিয়েছে। প্রথম চোটে বিষয়টিকে অ্যালার্জির সমস্যা ভেবে বিশেষ পাত্তা দেননি তিনি। তার পরে বেশ কয়েক ঘণ্টাতেও সমস্যা তো কমেই না, বরং বেড়ে যেতে থাকে। তখন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

মাইক জানিয়েছেন, প্রাথমিক অবস্থায চিকিৎসকরা বুঝতেও পারেননি, তাঁর সমস্যাটি ঠিক কী হয়েছে। ফলে একের পর এক পরীক্ষা, একের পর এক চিকিৎসকের কাছে ছোটাছুটি চলতেই থাকে। কিন্তু কিছুতেই সমস্যাটি ধরা পড়ছিল না। তাতে অনেকটাই সময় নষ্ট হয়। শেষ পর্যন্ত অবশ্য জানা যায় কারণটি। কী সেটি?

চিকিৎসকরা তাঁকের জানান, তাঁর চোখে বিরল এক পরজীবীবা প্যারাসাইটের সংক্রমণ হয়েছে। এটির নামAcanthamoeba Keratitis। আর সেটিই মাইকের ডান চোখটিকে খেয়ে ফেলেছে। পর পরের ঘটনা অবশ্য খুব লাভের কিছু হয়নি মাইকের জন্য। অপারেশন হয়েছে তাঁর চোখে। সেই অপারেশন ব্যাপক কষ্টসাধ্য বলেও জানিয়েছেন তিনি। পরজীবীটি যাতে আও ছড়াতে না পারে, তাই এই অপারেশন। কিন্তু ডান চোখের দৃষ্টি আর ফিরে পাননি মাইক। বাড়ি থেকে তিনি বেরোতেও পারেন না। পারেন না ইচ্ছামতো কোনও কাজ করতেও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন, কেউ যেন কনট্যাক্ট লেনস পরে না ঘুমোন। তাহলে মাইকের মতো সমস্যায় পড়তে পারেন তাঁরাও।