Huge blow to Rajasthan Royals, Young pacer Prasidh Krishna gets ruled out of the tournament

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোটে জর্জরিত ভারতীয় শিবির। এবার চোটের তালিকায় নাম লেখালেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। আর সেইজন্য আসন্ন আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গেলেন এই জোরে বোলার। কর্নাটকের (Karnataka) এই তরুণ পেসার চোট পাওয়ার জন্য রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যে বড় ধাক্কা খেল, সেটা নিয়ে সন্দেহর কোনও অবকাশ নেই। শোনা যাচ্ছে চোটের কারণে গোটা আইপিএল (IPL) থেকেই ছিটকে গেলেন দলের পেসার । টুইট করে চোটের কথা জানিয়েছেন প্রসিদ্ধ। 

দেশের হয়ে ১৪টি একদিনের ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৫টি উইকেট। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) আইপিএল কেরিয়ার শুরু করেন। গতবারের নিলামে প্রসিদ্ধকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান। ২০২২ সালে  ১৭টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন প্রসিদ্ধ। তাই এহেন তরুণ পেসার ছিটকে যাওয়ার জন্য সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল যে চাপে থাকবে, সেটা কিন্তু বলাই যায়। 

আরও পড়ুন: Ranji Trophy Final 2023, BEN vs SAU: ১৭৪ রানে অল আউট হওয়ার পরেও দুই উইকেট নিয়ে ফিরে আসার স্বপ্ন দেখছে মনোজের বাংলা

আরও পড়ুন: Manoj Tiwary, Ranji Trophy Final 2023: ব্যাটিং ভরাডুবির দায় নিয়েও ফিরে আসার বার্তা দিলেন মনোজ

প্রসিদ্ধ টুইটে লিখেছেন, ‘চোটের জন্য মাঠে নেমে ক্রিকেট খেলতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। আশাকরি খুব দ্রুত আবার মাঠে ফিরতে পারব।”

গত বছর সেপ্টেম্বর মাঠে পিঠে চোট পেয়েছিলেন প্রসিদ্ধ। তখন ভারতীয় এ দলের হয়ে খেলছিলেন তিনি। নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে চোট লাগে তাঁর। ফলে তাঁর বদলে শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন প্রসিদ্ধ। ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ২৬ বছরের জোরে বোলার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)