IND Vs AUS 2nd Test: Virat Kohli Furious His Controversial Out Decision, Netizens React To It

নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম সেশনে বল হাতে আগুন ঝরান ন্যাথান লায়ন। অজি তারকা অফস্পিনারের দাপটেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকে রবীন্দ্র জাডেজা ও বিরাট কোহলির (Virat Kohli) অর্ধশতরানের পার্টনারশিপে ভর করে ম্যাচে ফেরে ভারত। বিরাটও বড় রানের দিকেই এগোচ্ছিলেন। তবে এক বিতর্কিত সিদ্ধান্তে ৪৪ রানেই সাজঘরে ফিরতে হল কোহলিকে।

বিতর্কিত সিদ্ধান্ত

ম্য়াট কুনহেমানের বলে কোহলিকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার নীতিন মেনন (Nitin Menon)। তবে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নেন কোহলি। রিপ্লেতে  কোহলির ব্যাটে লেগে বলের হালকা দিক পরিবর্তন ধরা পড়ে বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ এবং সমর্থকরা। আবার অনেকের মতে ব্যাট ও প্যাডে একই সময়ে বল লাগে। তবে তৃতীয় আম্পায়ার মাঠে থাকার আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন। মাঠ ছাড়তে বাধ্য হন হতাশ কোহলি। এমনকী সাজঘরে ফিরেও তাঁর আফশোস কমেনি।

 

 

 

 

ক্ষুব্ধ কোহলি

টিভিতে আউটের রিপ্লে দেখে কোহলি যে বিন্দুমাত্র সন্তুষ্ট হননি, তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়। সাজঘরে তাঁকে কোচ রাহুল দ্রাবিড় ও বেশ কিছু ভারতীয় সতীর্থর সঙ্গে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। এই সিদ্ধান্তের পরেই নীতিন মেননকে সমালোচনা বিদ্ধ করেন কোহলি সমর্থকরা। অনেকেই কোহলির বিরুদ্ধে যে অতীতেও এমন বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা মনে করিয়ে দেন, অনেকে আবার ক্রিকেটের নিয়ম তুলে এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার জন্য উদ্যত হন।

প্রসঙ্গত, এই ঘটনার পরপরই রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় মত্ত থাকা অবস্থায় কোহলির সামনে তাঁর প্রিয় ‘ছোলে ভাটুরে’ নিয়ে আসেন এক কর্মী। পছন্দের খাবার সামনে দেখেই কিন্তু কোহলির খুশি খানিকটা হাসি ফোটে।

 

আরও পড়ুন: চাপের মুখে অক্ষর-অশ্বিনের অনবদ্য শতরানের পার্টনারশিপ, ৫০ হাঁকালেন অক্ষর