LIVE News: চন্দন মণ্ডলকে জেরা করে বেরিয়ে এল গুরুত্বপূর্ণ সব নাম, দাবি CBI-এর

শুক্রবার নির্বাচন কমিশম জানিয়ে দিল, দল ও প্রতীক দুটোই একনাথ শিবিরের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব শিবির। এদিকে আজ, শনিবার দেশে আসছে আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে ১২টি চিতা। এই চিতাগুলিকে আনা হবে মধ্য প্রদেশের কুনোয়। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

18 Feb 2023, 11:06:02 AM IST

প্রসন্ন রায়ের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত টাকা

সিবিআই –এর দাবি, চন্দন মণ্ডলের টাকা প্রসন্ন রায়ের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত। এমনকী চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা ঢুকত মিডলম্যান প্রসন্ন রায়ের অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বলে নজরে এসেছে।

18 Feb 2023, 11:03:13 AM IST

চন্দন মণ্ডলকে জেরা করে বেরিয়ে এল গুরুত্বপূর্ণ সব নাম, দাবি CBI-এর

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার সিবিআই গ্রেফতার করেছেন বাগদার চন্দন মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁকে হেফাজতে পেয়ে নিজাম প্যালেসে রাত দেড়টা পর্যন্ত জেরা করা হয়। এ থেকে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ নাম। তদন্তকারীদের অনুমান, এই চন্দন মণ্ডলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্ন রায় এবং পার্থর।