Mayor Firhad Hakim: শ্যামবাজারে জোর করে হকার উচ্ছেদ, অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ মেয়রের

এক মহিলা হকারকে জোর করে উচ্ছেদ করার অভিযোগ উঠল। মহিলার কাছ থেকে এমনই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ওই মহিলা দীর্ঘদিন ধরে শ্যামবাজার এলাকায় হকারি করে আসছেন। কিন্তু, সম্প্রতি এক দুষ্কৃতী ভয় দেখিয়ে সেখান থেকে তাঁকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে এমনই অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগ পাওয়ার পরে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। জায়গাটি তাঁকে যাতে ফিরিয়ে দেওয়া হয় সে বিষয়ে তিনি মেয়রের কাছে আবেদন জানিয়েছেন।

মহিলার অভিযোগ, হাতিবাগান-শ্যামবাজার এলাকায় দীর্ঘদিন ধরে হকারি করেছিলেন তাঁর স্বামী।  স্বামীর মৃত্যুর পর তিনি হকারি শুরু করেন। তবে সম্প্রতি সেই জায়গাটি বেআইনিভাবে দেড় লক্ষ টাকার বিনিময়ে অন্য হকারকে বিক্রি করেছে এক দুষ্কৃতী। তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে মেয়রকে তিনি জানান।

মেয়র পুরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে একটি সমীক্ষা চালাতে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে বলেছেন। তিনি বলেন, ‘আমি এই ঘটনা মেনে নিতে পারছি না যে কিছু এলাকায় এভাবে হকারের জায়গা বিক্রি হচ্ছে। যদি মহিলার অভিযোগ সত্যি হয় তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই গ্রেফতার করা উচিত। আমি পুলিশকে বিষয়টি বিবেচনা করতে বলেছি। এটি একটি অপরাধ। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল হকারদের স্বার্থ রক্ষা করতে হবে।’

প্রসঙ্গত, ডালার ওপর জিনিসপত্র রেখে হকাররা তাদের যাবতীয় পণ্য বিক্রি করে থাকেন। পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগানের মতো এলাকায় বেআইনিভাবে হকারদের উচ্ছেদ নিয়ে পুলিশকে সতর্ক করা হবে। যদি প্রয়োজন হয় পুরসভা হকারদের পরিচয়পত্র দেওয়ার আগে যৌথ অভিযান চালাবে। প্রসঙ্গত, কলকাতা পুরসভা আগেই জানিয়েছিল ২০১৭ সালের আগে যে সমস্ত হকাররা পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। সেইমতোই শুরু হয় সমীক্ষা। এরপর ৫ হাজার জন হকারের মধ্যে শুধুমাত্র ১৯ জন হকার ভেন্ডিং শংসাপত্রের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছে। ফলে এই ১৯ জন হকারকে পরিচয়পত্র দেবে কলকাতা পুরসভা। পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র কিছু সংখ্যক হকারকে পরিচয়পত্র দেওয়ার কারণ হল অধিকাংশ ক্ষেত্রেই হকাররা নিয়ম মানছেন না। সেই বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup