Prithvi Shaw Assault Case: ‘পৃথ্বী শ’কে চিনতামই না, সে তো মত্ত ছিল’, আদালতে বললেন ‘ইনফ্লুয়েন্সার’ স্বপ্না

পৃথ্বী শ’কে আক্রমণের অভিযোগে স্বপ্না গিলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এবার আদালতে নিজের বয়ান দিলেন স্বপ্না। আদালতে অভিযুক্ত স্বপ্না দাবি করেন, তিনি পৃথ্বী শ’কে চিনতেনই না। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পৃথ্বী শ ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন। পাশাপাশি স্বপ্নার আরও অভিযোগ, যে তিনি পথ্বীর কাছে সেলফি তোলার কোনও অনুরোধই করেননি। এদিকে মুম্বইয়ের আদালত স্বপ্নাকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল। এদিকে আদালতে ধৃত স্বপ্না দাবি করেন, পৃথ্বী শ এবং তাঁর বন্ধুরা ঘটনার পর সেখান থেকে চলে যান এবং আমাকে অনুরোধ করেন যাতে আমি পুলিশে অভিযোগ না করি। এদিকে স্বপ্নার আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল ৫০ হাজার টাকা চাননি পৃথ্বীর থেকে। (আরও পড়ুন: জারি থাকবে শিবসেনার লড়াই, ‘তির-ধনুক’ ফিরে পেতে সুপ্রিম কোর্টে যাবেন উদ্ধব ঠাকরে)

অভিযোগপত্র অনুযায়ী, বন্ধুদের সঙ্গে সান্তাক্রুজের একটি পাঁচতারা হোটেলে নৈশভোজ করতে গিয়েছিলেন পৃথ্বী। সেইসময় অচেনা ব্যক্তি তাঁদের টেবিলে চলে আসেন এবং সেলফির জন্য জোরাজুরি করতে শুরু করেন। প্রাথমিকভাবে দু’জনের সঙ্গে সেলফি তোলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ফিরে আসেন ওই দলের একাধিক সদস্য। তাঁরা ফের সেলফি তোলার দাবি করতে থাকেন। তাতে এবার সেলফি তুলতে অস্বীকার করেন পৃথ্বী। তিনি বলেন যে বন্ধুদের সঙ্গে খেতে এসেছেন। তাই বারবার কেউ বিব্রত করুক, সেটা মোটেও চান না।

কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ ওঠে। অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তারপর অভিযুক্তদের হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, অভিযোগপত্রে আরও জানানো হয়েছে যে একটি পেট্রোল পাম্পের সামনে তাঁদের ফের আটকে দেন এক মহিলা। গাড়ির কাছে এসে গালিগালাজ করছিলেন। ৫০,০০০ হাজার দাবি করেন মহিলা। নাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন পৃথ্বীরা। আটজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।