S Jaishankar on George Soros: ‘বুড়ো, ধনী, বিপজ্জনক’, মার্কিন ধনকুবের সোরোসকে নিয়ে চাঁচাছোলা মন্তব্য জয়শংকরের

আদানি ইস্যুতে মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে বহুবারই মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন এই ধনকুবের। এই আবহে সোরোসকে নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোরোসকে ‘বুড়ো, ধনী, মতামতযুক্ত এবং বিপজ্জনক’ বলে অভিহিত করলেন জয়শংকর। অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে সোরোস প্রসঙ্গে জয়শংকর বলেন, ‘কয়েক বছর আগে তিনি অভিযোগ করেছিলেন যে লাখ লাখ মুসলিমের থেকে নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আদতে সেরকম কিছুই হয়নি। খুব ভিত্তিহীন কথা বলেছিলেন তিনি। তবে তাঁর বক্তব্যের আসল মর্ম বুঝতে হবে সবাইকে। সোরোস একজন ধনী, বুড়ো ব্যক্তি যে কিনা নিউইয়র্কে থাকেন এবং ভাবেন যে তাঁর চিন্তাধারাতেই বিশ্ব চলবে।’ (আরও পড়ুন: CAA থেকে Adani, বরাবর নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক ধনকুবের জর্জ সোরোস, জানুন কেন)

উল্লেখ্য, সম্প্রতি সোরোস বলেছেন, ‘আদানি কাণ্ডের ফলে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর মোদীর প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ভারতের গণতন্ত্রে একটি নবজাগরণের সূচনা হবে।’ জার্মানির মিউনিখে টেকনিকাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেই সঙ্গেই হিন্ডেনবার্গ ইস্যুর পেছনে যে রাজনীতি রয়েছে সেটাও কবুল করেছেন সোরোস। তিনি আরও বলেছিলেন, ‘আদানি এন্টারপ্রাইজ স্টক মার্কেট থেকে ফান্ড জোগাড়় করতে চাইছে। কিন্ত তারা ব্যর্থ হয়েছেন। আদানি স্টকে নানা কারচুপি করতে চেয়েছিলেন। কিন্তু তাসের ঘরের মতো সেই স্টক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।’ এর সঙ্গেই সোরোসকে বলতে শোনা গিয়েছে, মোদী গোটা বিষয়টিতে নীরব ছিলেন। তবে তাঁকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে ও সংসদে জবাব দিতে হবে।

সূত্রের খবর, সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বলে একটি সংস্থা আছে। তারা একাধিক দেশে ক্ষমতা বদলের ভূমিকাও নেয়। একাধিক রাজনৈতিক, লিগাল এনজিও, সিভিল রাইটস গ্রুপকে তারা নানা ভাবে সহায়তা করে বলেও খবর। জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী। ২০২১ সালের মার্চের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদ প্রায় ৮.৬ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ হাজার কোটি টাকার কাছারাথি। তবে, আদতে আরও বেশি টাকা তাঁর। ওপেন সোসাইটি ফাউন্ডেশনে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ দান করেছেন সোরোস।