Turkey Earthquake Survivor: ধ্বংসস্তূপের মধ্যে ১১ দিন জীবিত কিশোর! তুরস্কের ভূমিকম্পের এই উদ্ধারের ঘটনা তাজ্জব করার মতো

তুরস্কের ভয়াবহ ভূমিকম্প ঘিরে ইতিমধ্যেই গোটা দেশ ত্রস্ত। অব্যাহত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু মিছিল। দুই দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভূমিকম্পের বলি কয়েক হাজার মানুষ। তবুও তার মাঝে তুরস্কে ভূমিকম্পের ধ্বংসাবশেষের মধ্যে থেকে উঠে আসছে বহু প্রাণের স্পন্দনের ইঙ্গিত। কার্যত অবিশ্বাস্য এক উদ্ধারকাজে ধ্বংসস্তূপ থেকে সদ্য উদ্ধার করা হয়েছে এক বালকের। সঙ্গে ২ ব্যক্তিও উদ্ধার হয়েছেন।

টানা ১১ দিন ধরে ধ্বংসস্তূপের মধ্যে ধুকপুক করেছে প্রাণ। ১৪ বছরের ওসমান ভূমিকম্পের ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার হতেই তা নিয়ে শুরু হয়েছে আলোড়ন। সদ্য মাসের প্রথমের দিকেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া ও তুরস্কের বিস্তীর্ণ অংশ। সেই ঘটনার পর দুই দেশের বহু ইমারত তাসের ঘরের মতো পড়ে যেতে থাকে। ইট, কাঠ, বালি, পাথরে চাপা পড়ে মৃত্যু হয় বহু মানুষের। সেই ঘটনার ২৬০ ঘণ্টা পর ধ্বংসাবশেষ থেকে ৩ জনের উদ্ধারের খবরে আশার আলো দেখছে তুরস্ক। এই উদ্ধারের ঘটনার কথা জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহারেত্তিন কোকা। ১৪ বছরের ‘ফাইটার’ ওসমান কীভাবে ওই ধ্বংসস্তূপের মধ্যে ১১ দিন কাটিয়েছে প্রাণ রক্ষার লড়াইয়ে, তা পরবর্তীকালে নিঃসন্দেহে অনুপ্রেরণার কাহিনি হবে। উদ্ধারকাজের ক্ষেত্রেও তুলে ধরবে নানান তথ্য। সম্ভবত তা আগামী দিনের নানান কঠিন পরিস্থিতিতে মানুষকে যোগাবে মনোবল। তবে আপাতত ১৪ বছরের ওসমানকে সুস্বাস্থ্যে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়ার লড়াই চলছে।

উদ্ধারকারীরা ওসমানকে উদ্ধারের পরই আন্তাকিয়ার হাসপাতালে ভর্তি করেছে। হাতায়া প্রভিন্সের ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাকরীরা বলছেন, আচমকাই তাঁরা ধ্বংসস্তূপের মধ্যে কিছু নুড়ি পাথরের গড়িয়ে যাওয়ার শব্দ শুনতে পান। তখনই ওসমানকে তাঁরা উদ্ধার করেন। ওসমানকে উদ্ধারের খানিক পরেই ২৬, ও ৩৩ বছর বয়সী আরও দুজন যুবককে উদ্ধারকারীরা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উদ্ধার হওয়া মুস্তাফা আভসি ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হতেই প্রথমে প্রশ্ন করেন,’আমার মা কেমন আছেন?’ উদ্ধারকারীরা জানান, তিনি তাঁর অপেক্ষায় আছেন। এমন বহু খণ্ড খণ্ড ছবি গোটা তুরস্ক ও সিরিয়ার বুক থেকে উঠে আসছে। যা ঘিরে আশায় বুক বাঁধছেন অনেকেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup