অভিষেকের বাড়িও ঘেরাও হতে পারে, হুঁশিয়ারি সুকান্তর

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের দিনই পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল বিজেপি। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ঘেরাও হতে পারে। পালটা তৃণমূলের এক মুখপাত্র বলেন, স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন।

বিএসএফের গুলিতে কোচবিহারে পাচারকারীর মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে মাথাভাঙার সভা থেকে দাবি করেছিলেন অভিষেক। সময়সীমার মধ্যে ক্ষমা না চাইলে ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি যুব তৃণমূল ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অভিষেকের নির্দেশে রবিবার সকাল থেকে নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে বিক্ষোভ সমাবেশ করছে তৃণমূল। তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল পুলিশি আয়োজন করা হয়েছে। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচির তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কোনও রাজনৈতিক নেতা বা কর্মীর বাড়ি ঘেরাও কর্মসূচি মেনে নেওয়া যায় না। তৃণমূল যে উদাহরণ করল তাতে ভবিষ্যতে অভিষেকের বাড়িও ঘেরাও হতে পারে।’

বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত হিংসায় প্ররোচনা দেন তৃণমূলের এক মুখপাত্র। তিনি বলেন, ‘ভুলেও এই ধরণের বাড়াবাড়ি করবেন না। আর করলেও স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন। বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব।’