পানীয়ের সিলড বোতলে মিলল কাচের টুকরো, স্টারবকসের ঘটনায় বড় পদক্ষেপ প্রস্তুতকারক পেপসিকোর

ফের একবার সিলড পানীয়ের বোতল ঘিরে বিতর্ক। এবার স্টারবাকসের ২৫ হাজার চিলড কফি ড্রিঙ্ক ‘রিকল’ -এর পদক্ষেপ নিল পেপসিকো, কারণ সেই সিলড পানীয়ের ভিতর কাচের টুকরো মিলেছে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে নোটিস আসার পরই পদক্ষেপ করে পেপসিকো।

জানা গিয়েছে, পেপসিকোর তরফে তৈরি ফ্র্যাপুচিনো ভ্যানিলা চিলড কফির বোতলের ভিতর কাচের টুকরো পাওয়া গিয়েছে বলে খবর। এফডিএর তরফে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এই ‘রিকল’এর পদক্ষেপ ২৮ জানুয়ারি শুরু হয়েছে। ওই বিশাল সংখ্যক ড্রিঙ্ক ফেরত নেওয়ার ফলে পরিসংখ্যানের বিচারে পেপসিকো প্রায় ৩ লাখ বোতল ফিরিয়ে নিতে বাধ্য হল। মার্কিন ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এটা ‘ক্লাস ২ রিকল’। আর এই ‘ক্লাস ২ রিকল’-এর অর্থ হল, কোনও একটি পণ্য দেহে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। যার ফলাফল অতিভয়ঙ্কর নাও হতে পারে। জানা গিয়েছে, স্টারবাকসে পৌঁছন পেপসিকো সংস্থার প্রস্তুত করা ওই পানীয়ের এক্সপায়ারি তারিখ ছিল মার্চ মাসের ৮ তারিখ, মে মাসের ২৯ তারিখ, জুন মাসের ৪ তারিখ ও ১০ তারিখ। সেই ব্যাচের সমস্ত ফ্র্যাপুচিনো ভ্যানিলা চিলড কফি পণ্যকে তুলে নিতে শুরু করেছে প্রস্তুতকারক সংস্থা পেপসিকো। উল্লেখ্য, ঘটনার পরই পেপসিকোর তরফে কোনও মন্তব্য আসেনি। তবে সিলড খাবারের ভিতর থেকে এমন কিছু উদ্ধার হওয়ার ঘটনা নতুন নয়। আগেও এই নিয়ে বহু তোলপাড় হয়েছে। ( আধার কার্ডে নিজের ছবি পাল্টাতে চান? সহজ পদ্ধতি জেনে নিন)

সদ্য রাজ্যে মিডডে মিলের খাবারে মরা টিকটিকি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সদ্য জানুয়ারি মাসে মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি উদ্ধার ঘিরে তোলপাড় হয়। ঠিক তার রেশ কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক স্কুলে মিড ডে মিল রান্নার পর খিচুড়িতে মেলে মরা টিকটিকি। গ্রামে ব্যাপক আঁতঙ্ক ছড়ায়। পরে সেখানে মেডিক্যাল টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও রাজ্যে মিডডে মিলের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup