Dhirendra Shastri: ‘ভারত হিন্দুরাষ্ট্র খুব শিগগির হবে’, বাগেশ্বরধামের ধীরেন্দ্র শাস্ত্রী ফের খবরে

ফের খবরে স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এবার হিন্দু রাষ্ট্রের দাবিতে তিনি সরব। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ‘ভারত এবার হিন্দুরাষ্ট্র হয়ে উঠবে’। সদ্য শনিবার তিনি মুখ খোলেন এই ইস্যুতে। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ‘বিদেশীরা চান এমন এক ভারত যেখানে সকলে হিন্দুত্ব নিয়ে গর্বিত হবেন।’

হিন্দুরাষ্ট্রের দাবিতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন,’ভারত হিন্দুরাষ্ট্র হয়ে উঠবে। এমনকি বিদেশ থেকে বহু দর্শনার্থী আমাদের অনুষ্ঠানে এসেছেন। তাঁরা ক্রিস্টান ধর্ম পালন করতে পারেন, তবে সনাতন ধর্মে বিশ্বাসী। তার মানে বিদেশীরাও চান এমন এক ভারত যেখানে সকলে গর্বের সঙ্গে হিন্দুত্ব বলতে পারেন। ভেদাভেদ থাকবে না কোনও জাতির। আমরা হিন্দুস্তানি, আর হিন্দুস্তান মানে, হিন্দুদের স্থান।’ উল্লেখ্য, গত মাস থেকেই ক্রমাগত খবরের শিরোনাম কাড়ছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁকে ঘিরে রয়েছে কুসংস্কার সম্পর্কিত একাধিক অভিযোগ। রয়েছে বহু বিতর্ক। এদিকে তিনি বলেন, ‘আমাদের কোনও ক্ষমতা বা সরকার গড়ার লক্ষ্য নেই। তবে আমাদের কেউ সমর্থন করতে চাইলে তিনি স্বাগত। আমরা ডাক দিচ্ছি সমস্ত হিন্দুদের। যাতে তাঁরা আমাদের সমর্থন করেন। খুব শিগগিরই ভারত হিন্দুরাষ্ট্র হবে।’ (আধার কার্ডে নিজের ছবি পাল্টাতে চান? সহজ পদ্ধতি জেনে নিন)

গত মাসেই কুসংস্কার বিরোধী এক মঞ্চ থেকে স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এফআইআর রেজিস্টার করা হয়। শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি কুসংস্কার ছড়াচ্ছেন। বিশেষত, নাগপুরে তাঁর এক সভাকে কেন্দ্র করে এমন অভিযোগ ওঠে। অখিল ভারতীয় অন্ধশ্রদ্ধা নির্মুলন সমিতির তরফে ওই অবিযোগ ওঠে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে দিয়েছে পুলিশ। গত মাসের ৫ থেকে ১৩ তারিখ, নাগপুরে একটি সভার আয়োজন করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। জানুয়ারির ৫ থেকে ১৩ তারিখে আয়োজিত হওয়া সেই অনুষ্ঠান ঘিরে ব্যাপক তোলপাড় হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup