PWD department: পঞ্চায়েত ভোটের আগে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নজরদারি সেল গঠন পূর্ত দফতরের

পঞ্চায়েত ভোটের আগে সব প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। বাজেটে অধিবেশনে নিজের বক্তব্যের সময় পূর্ত প্রতিমন্ত্রীকে এমনই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ দ্রুত শেষ করতে এ বার একটি মনিটারিং (নজরদারি) সেল তৈরি করল পূর্ত দফতর।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। সেই বৈঠকে একটি মনিটারিং সেল তৈরির নির্দেশ দেন মন্ত্রী। দফতরের হাতে থাকা কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি মনিটারিং সেল তৈরি করল পূর্ত দফতর।

এই মনিটারিং সেলে রাখা হয়েছে, পূর্ত দফতরের ডেপুটি সেক্রেটারিকে। পূর্ত দফতরের হাতে থাকা সমস্ত কাজে অগ্রগতির হিসাব দিতে হবে সমস্ত এই সেলকে। ঠিক কী কী তথ্য দিতে হবে তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পূর্ত দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের। তাঁরা রিপোর্ট জমা দেবেন। সেই রির্পোট বিশ্লেষণ করবে মনিটারিং কমিটি। বিশ্লেষণের পর যদি দেখা যায় কাজের গতি সন্তোষজনক নয়, তবে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে পারবে সেল।

পূর্ত পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বে রয়েছেন পুলক রায়। তাঁর ২০২৪-এর মধ্যে সব ব্লকে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যমাত্রা পূরণে কারিগরি দফতরেও কমিটি গঠন করতে পারেন মন্ত্রী।