অফিসে তালা – চাবি দিয়ে দিন, রাজ্য সরকারি কর্মীদের নিদান শুভেন্দুর

DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরকারি দফতরে তালা ঝোলানোর ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, মমতা ব্যানার্জিকে কী করে জব্দ করতে হয় তা রাজ্য সরকারি কর্মচারীরা জানেন।

সোমবার শুভেন্দুবাবু বলেন, ‘DA সম্পূর্ণভাবে রাজ্য সরকারগুলোকে রাজস্ব আদায় থেকে দিতে হয়। অন্য প্রদেশ যা করছে তাই করতে হবে। উড়িষ্যা, ত্রিপুরা, অসম, যোগীজি যা করছে এখানে মমতা ব্যানার্জিকে তাই করতে হবে’।

শুভেন্দুবাবুর নিদান, ‘একমাত্র ওষুধ হচ্ছে তালাচাবি লাগান অফিসগুলোতে। জরুরি পরিষেবা ছাড়া তালাচাবি লাগান। যতক্ষণ না দিচ্ছে আটকে রাখুন। জব্দ হবে। মমতা ব্যানার্জিকে কী করে জব্দ করতে হয় সরকারি কর্মচারীরা জানে। ভয়ে আজকে আংশিক সফল হয়েছে। আগামীদিনে সর্বাত্মক বন্ধ করে দেন, আমরা সাথে আছি’।

DA-র দাবিতে ২ দিনের কর্মবিরতি পালন করছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে কর্মবিরতি রুখতে সোম ও মঙ্গলবার ছুটি নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ছুটি নিলে কর্মজীবনে ছেদ পড়বে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যার জেরে সরকারি কর্মচারীরা অফিসে গেলেও কাজ করেননি। সোমবার রাজ্যের প্রায় কোনও রাজ্য সরকারি দফতরেই কাজ হয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বর্তমানে রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক প্রায় ৩৬ শতাংশ।