টাকা দিয়ে অঞ্চল সভাপতি করার অভিযোগ, গোঘাটে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার অঞ্চল সভাপতি বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। তাদের অভিযোগ, টাকা দিয়ে অঞ্চল সভাপতির পদ কেনা হয়েছে। তাই তারা বর্তমান অঞ্চল সভাপতিকে কিছুতেই মেনে নিতে পারছেন না। হুগলি জেলার গোঘাট অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দেখা দিয়েছে। গোঘাট অঞ্চলের নতুন সভাপতি হয়েছেন মানিক মাল। তাঁর বিরুদ্ধে তৃণমূলের একাংশ স্লোগান তুলেছে, ‘গোঘাট অঞ্চল সভাপতিকে মানছি না মানবো না।’ এই নিয়ে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ।

তৃণমূল কর্মীদের অভিযোগ, সম্প্রতি অঞ্চল কমিটি গঠন হয়েছে। তাতে নতুন সভাপতি করা হয়েছে মানিক মালকে। গোঘাট ১ নম্বর ব্লকের সভাপতি বিজয় রায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত মানিক মাল। অভিযোগ, এলাকার তৃণমূলের বর্ষীয়ান নেতৃত্বদের অন্ধকারে রেখেই মানিক মালকে অঞ্চল সভাপতি করা হয়েছে। এর প্রতিবাদে আজ সোমবার গোঘাট অঞ্চলে বিক্ষোভ করেন তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকায় মানিক মালকে অঞ্চল সভাপতি করা হয়েছে। তাছাড়া, মানিক মাল বর্তমানে পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন। তা সত্ত্বেও কীভাবে তাঁকে অঞ্চল সভাপতি করা হল? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

তৃণমূলের একাংশের অভিযোগ, টাকা দিয়ে অঞ্চল সভাপতি পদ কেনা হয়েছে। যদিও প্রাক্তন অঞ্চল সভাপতি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। তবে এর পিছনে নিশ্চয়ই কোনও একটা ব্যাপার আছে বলেই তিনি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর কথায়, তৃণমূল নেতৃত্ব অনেকদিন আগে বলে দিয়েছিল এক ব্যক্তি এক পদ রাখতে হবে। কিন্তু, এক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এর পিছনে মোটা টাকার খেলা থাকতেই পারে বলে মনে করছে তৃণমূল কর্মীদের একাংশ। এ বিষয়ে তারা দলের উচ্চ নেতৃত্বকে অভিযোগ জানাবেন। প্রসঙ্গত, শুধুমাত্র গোঘাট নয়, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গাতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে বিজেপি। এর ফলে নিঃসন্দেহে বিরোধীদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।