তদন্ত সঠিক পথে এগোচ্ছে, তাপসের গ্রেফতারির পর CBI-এ আস্থা কুন্তলের

তাপস মণ্ডলের গ্রেফতারিতে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে আস্থা প্রকাশ করলেন অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। সোমবার আদালতে পেশের সময় তাপস মণ্ডলের গ্রেফতারির খবরে তিনি আস্থা প্রকাশ করেন। নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ জেরার পর রবিবার শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, তাপসবাবু তদন্তে সহযোগিতা করছেন না। নিজেকে বাঁচাতে বহু তথ্য গোপন করছেন।

সোমবার আদালতে তাপস মণ্ডল, কুন্তল ঘোষসহ ৭ জনকে পেশ করে সিবিআই। সোমবার সকালে আদালতের লক আপে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, ‘তদন্ত ঠিক জায়গায় এগোচ্ছে। আমার অভিযোগ সত্যি হল দেখে খুশি হলাম। যে চক্রান্তে ফাঁসিয়েছিল তার বিচার হবে’।

গত ২১ জানুয়ারি গ্রেফতার হন কুন্তল ঘোষ। গ্রেফতারির পর তিনি বলেন, তাপস মণ্ডল ও গোপাল দলপতি মিলে আমাকে ফাঁসিয়েছে। তবে তার পরেও তাপসকে গ্রেফতার করেনি সিবিআই। এর পর সিবিআইয়ের সামনে হাজিরা দেন গোপাল দলপতি। রবিবার প্রায় ৬ ঘণ্টা জেরার পর তাপসকে গ্রেফতার করেন গোয়েন্দারা। সঙ্গে গ্রেফতার হন এই দুর্নীতির অন্যতম আড়কাঠি নীলাদ্রি ঘোষ। সিবিআইয়ের দাবি, তাপস, কুন্তল ও নীলাদ্রির মধ্যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

সোমবার তাপসকেও আদালতে পেশ করে সিবিআই। আদালতে পৌঁছে তিনি বলেন, আমি তদন্তে সহযোগিতা করছিলাম। তাও কেন গ্রেফতার হলাম জানি না। অভিযোগ করেছিলাম তাই অভিযুক্ত হলাম।

হেফাজতের মেয়াদ শেষে এদিন আদালতে শাহিদ ইমাম, আলি ইমাম, কৌশিক ঘোষসহ ৮ জনকে পেশ করবে সিবিআই। তদন্তকারীরা জানাচ্ছেন, চাকরি বিক্রির করে কোটি কোটি টাকা তুলেছেন এরা। এরা কার কাছে টাকা পাঠাতেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

এদিন তাপস ও নীলাদ্রিকে হেফাজতে নেবে সিবিআই। হেফাজতে নেবে কুন্তলকেও। তার পর তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে সত্য জানার চেষ্টা করবেন তাঁরা।