Border-Gavaskar Trophy: Josh Hazlewood Ruled Out Of India Vs Australia Series

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে চার ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। গোদের ওপর বিষফোঁড়ার মতো গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা অস্ট্রেলিয়ান বোলার। অ্যাখিলিস টেন্ডনের চোট সারেনি জস হ্যাজেলউডের (Josh Hazlewood)। তাই সিরিজের শেষ দুই ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না।

ছিটকে গেলেন তারকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শুরুতেই টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোট পান হ্যাজেলউড। এই চোটের কারণেই প্রথম দুই টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। তবে আশা ছিল সিরিজের মাঝে তিনি চোট সারিয়ে ফিরতে পারবেন। সে গুড়ে বালি। চোট না সারায় শেষমেশ অস্ট্রেলিয়াতেই ফিরে যাচ্ছেন হ্যাজেলউড। অজি দলের তরফে সোমবারই এই খবর জানানো হয়। দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই খবরে সিলমোহর দেন। হ্যাজেলউডের বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘জস হ্যাজেলউড সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও দেশে ফিরবে।’

ওয়ার্নারের আপডেট

হ্যাজেলউডের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের চোট নিয়েও আপডেট দেন অজি কোচ। দিল্লি টেস্টে কনুইয়ে চোট পান ওয়ার্নার। কনকাসনের জেরে প্রথম ইনিংসের পর টেস্ট ম্যাচ থেকেই ছিটকে যান ওয়ার্নার। পরিস্থিতি বুঝেই ওয়ার্নারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ম্যাকডোনাল্ড। ‘ওয়ার্নারের চোট এখনও পুরোপুরি সারেনি। আমরা এই বিষয়ে সম্প্রতি এক বৈঠকও করেছি। আমরা তাড়াহুড়ো করে ওয়ার্নারের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। ওয়ার্নারের চোট সারতে সপ্তাহখানেক মতো সময় লাগতে পারে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আমি এই বিষয়টা মেডিক্যাল দলের ওপরেই ছেড়ে দিতে চাই।’ বলে জানান ওয়ার্নার।

দেশে ফিরলেন কামিন্স

প্রথম ২ টেস্টে হার। পরের ২ টেস্টে জিতলেও বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখতে পারবে না অস্ট্রেলিয়া শিবির। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরে গেলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সূত্রের খবর, ব্য়ক্তিগত কারণের জন্য দেশে ফিরলেন অজি অধিনায়ক। গতকাল টেস্টে হারের পর ব্য়াটারদের দুষেছিলেন অজি অধিনায়ক। তিনি বলেছিলেন, ”ভারতে রান করার উপায় খুঁজতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। ক্রস ব্যাটে শট খেলতে গিয়েই উইকেট খুঁইয়েছি আমরা। অন্য কোনও ভাবে রান তোলা উচিত ছিল।” এবার আচমকাই দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার খুব ভোরেই নাকি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন কামিন্স। 

সূত্রের খবর, পরিবারের কোনও সদস্য আচমকা অসুস্থ হয়ে গিয়েছেন, তার জন্যই নাকি কামিন্স দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তৃতীয় টেস্টের আগে তিনি ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। যদি একান্তই তিনি না ফিরতে পারেন, তবে স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। 

আরও পড়ুন: কোটলা টেস্ট জিতে প্রধানমন্ত্রী সংগ্রহশালা ঘুরে এলেন দ্রাবিড়, রোহিতরা