Gorkhaland: গোর্খাল্যান্ড নিয়ে গণভোট হোক! বিধানসভায় দাবি করলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক

পাহাড়ের মানুষে কী গোর্খাল্যান্ড চায়? মানুষের মন বুঝতে গণভোটের দাবি করলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব নিয়ে আলোচনার সময় এই দাবি করেছেন বিধায়ক। শাসকদল আবারও একে গেরুয়া শিবিরের দ্বিচারিতা বলে মন্তব্য করেছে।

এ দিন বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ নিয়ে আলোচনা চলাকালীন বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন,’গোর্খাল্যান্ডের জন্য পাহাড়ের মানুষ আমাকে সমর্থন করেছে। তাঁর কী চাইছেন, কেন চাইছেন তা জানার জন্য গণভোট হোক। কেন্দ্র এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে রাজ্য সরকার ভোট করে রাজ্য সরকার মানুষের মত জানুক।’ গত মাসেই বিজেপি সভাপতি জেপি নড্ডার পশ্চিমবঙ্গ সফরের মধ্যেই রাজ্য ভাগের দাবিতে সরব হয়েছেন বিষ্ণুপ্রসাদ।

আরও পডুন : মমতাকে রক্ত দিতে হবে না, আমরা রাজ্য ভাগ করবই: BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি। কারণ গুরুংরা বুঝে গিয়েছেন, এ দাবি মেটাতে পারে কেন্দ্র। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে তাঁর কিছু করার নেই। তাই কিছুদিন আগেও বিমল গুরুং জানিয়ে দিয়েছেন, যাঁরা তাঁদের গোর্খাল্যান্ড দাবি মেনে নেবেন লোকসভা ভোটে তাঁদেরই পাশে থাকবে পাহাড়বাসী। তাই কী বিধানসভায় গোর্খাল্যান্ডের দাবির স্বপক্ষে সুর চড়া করে বিজেপি বিধায়ক দাবি করলেন গণভোটের?

যদিও বিষ্ণুপ্রসাদের এই দাবির বিরোধিতা করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, বিজেপি নেতারা যখনই ভাগিরথী নদীর ওপারে যান, তখনই তাঁরা বাংলা ভাগের দাবিকে সমর্থন করতে শুরু করেন। কিন্তু, দক্ষিণবঙ্গে থাকলে তাঁরা অখণ্ড বাংলার কথা বলেন। এটাই বিজেপির দ্বিচারিতার রাজনীতি।’